রবিবার , ডিসেম্বর 22 2024
bnen
Breaking News

মোবাইল ঘড়ির দাম কত – ২০২৩ সালের সেরা Smart Watch

বর্তমানে ফ্যাশন এর অন্যতম একটি ইকুইপমেন্ট হচ্ছে ঘড়ি। পূর্বে ঘড়িকে শুধুমাত্র টাইম দেখার জন্য ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে প্রযুক্তিগত উন্নয়নের ফলে ঘড়িকে মোবাইল হিসেবে ব্যবহার করা যায়। এই লেখাটিতে আমরা জানব মোবাইল ঘড়ির দাম কত এবং ২০২৩ সালের সবথেকে ভালো কিছু মোবাইল ঘড়ি সম্পর্কে।

মোবাইল ঘড়ি ব্যবহার করে একসাথে টাইম দেখা সহ মোবাইলের যাবতীয় টুকটাক কাজগুলো সম্পন্ন করতে পারবো। সাধারণত মোবাইল ঘড়ির দাম অনেক বেশি হয় তবে আপনাদের সুবিধার্থে সবথেকে ভালো কিছু কমদামি মোবাইল ঘড়ি সম্পর্কে এই লেখাটিতে আলোচনা করা হলো।

মোবাইল ঘড়ির দাম কত টাকা

মোবাইল ঘড়ির দাম ৮০০ থেকে ২০০০ টাকার মধ্যে। এই লেখাটিতে আলোচিত ২০২৩ সালের সেরা কিছু মোবাইল ঘড়ি তথা Smart Watch এর দাম ৯৯০ টাকা এবং ১,৪৯০ টাকা। উক্ত মোবাইল ঘড়িগুলো আপনারা rainbow gadget ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন।

মোবাইল ঘড়ির দাম সম্পূর্ণ নির্ভর করবে ঘড়ির মডেল ও কোয়ালিটির উপরে। ৬০০ টাকা থেকে শুরু করে ৫০,০০০ টাকার মোবাইল ঘড়ি আছে। এই লেখাটিতে সাধারণ কিছু কম দামিও ভালো মানের মোবাইল ঘড়ি সম্পর্কে আলোচনা করা হবে।

এবং আপনাদের সুবিধার্থে উক্ত মোবাইল ঘড়িগুলোর ফিচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। মোবাইল ঘড়ি এমন বিশেষ ধরনের একটি ঘড়ি যার মাধ্যমে আপনারা টাইম দেখার পাশাপাশি মোবাইলে যাবতীয় কাজ করতে পারবেন। চলুন ২০২৩ সালে মোবাইল ঘড়ির দাম কত ও সেরা কিছু মোবাইল ঘড়ি সম্পর্কে জেনে নেয়া যাক।

১. Z52 PRO smart watch

এই মোবাইল ঘড়িটিকে দেখলে অল্পদামীও বোঝার কোন সম্ভাবনা নেই। নিশ্চিন্তে এটিকে আপনারা ৩০০০-৪০০০ টাকার মোবাইল ঘড়ির সাথে তুলনা করতে পারেন। এই ঘড়িটিতে রয়েছে অনেক অসাধারণ ফিচারস যা অল্প দামে Z52 PRO smart watch টিকে সেরা করে তুলে।

মোবাইল ঘড়ির দাম কত
Photo Credit: SamZone

ফিচার সমূহঃ

  • ঘড়িটি দেখতে খুবই অসাধারণ।
  • ১.৯২ ইঞ্চি বড় ডিসপ্লে এবং সাথে থাকছে ওয়ারলেস চার্জিং এর সুবিধা।
  • ব্লুটুথ কলিং সিস্টেম।
  • মোবাইল ঘড়িটির RAM:196 KB এবং ROM: 1 MB+64MB
  • ঘড়িটির টাচিং সিস্টেমে রয়েছে Multiple touch
  • ব্যাটারি ব্যবহার করা হয়েছে 280 MAH Lithium ion polymer battery
  • ১৫০ মিনিটে ফুল চার্জ এবং ব্যাটারি ব্যাকআপ থাকবে আনুমানিক ১৬ থেকে ২০ ঘন্টা।

এছাড়াও এই স্মার্ট ওয়াচটিতে রয়েছে  আরো অনেক নতুন ফিচারস। Z52 PRO smart watch / মোবাইল ঘড়িটি ক্রয়ের জন্য ভিজিট করুন https://rainbowgadget.com.bd/ এই ওয়েবসাইটে। এই মোবাইল ঘড়িটির দাম মাত্র ১,৪৯০ টাকা।

২. T500 Smart Watch

অল্প দামে সেরা একটি মোবাইল ঘড়ি গুলোর মধ্যে এগিয়ে থাকবে T500 Smart Watch, এই ঘড়িটিতে ব্যবহার করা হয়েছে 1.54 inch Display একটা বড় ডিসপ্লে এছাড়াও এর ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো। চলুন T500 Smart Watch এর ফিচারগুলো সম্পর্কে জেনে নেয়া যাক।

মোবাইল ঘড়ির দাম কত

ফিচারসমূহঃ

  • 54 inch একটি বড় ডিসপ্লে।
  • 128 MB RAM এবং 128 MB ROM
  • এই মোবাইল ঘড়িটিতে আছে ব্লুটুথ কলিং সিস্টেম।
  • এই মোবাইল ঘড়িটিতে ব্যবহার করা হয়েছে 220 mAh battery ব্যাটারি। সাধারণভাবে ব্যবহারে ২০ থেকে ২২ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
  • এর স্ক্রিন রেজুলেশন 240 × 240 pixels.
  • Multiple touch

এছাড়াও T500 মোবাইল ঘড়িতে অনেক আধুনিক ফিচার রয়েছে। এই মোবাইল ঘড়িটির দাম মাত্র ৯৯০ টাকা। T500 Smart Watch টি rainbow gadget থেকে ক্রয় করতে পারবেন।

৩. T55 PRO MAX Smart Watch

প্রাইজ হিসেবে T55 PRO MAX  ঘড়িটি আকর্ষণীয়। এছাড়াও এই ঘড়িটির সাথে রয়েছে ডাবল বেল্ট এবং একটি TWS ফ্রি। এই মোবাইল ঘড়িটির দাম মাত্র ১,৪৯০ টাকা। ঘড়িটি আপনারা rainbow gadget থেকে ক্রয় করতে পারবেন।

মোবাইল ঘড়ির দাম কত
Photo Credit: Sammu Liang

ফিচারসমূহঃ

  • ঘড়িটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 54″ Full Touchscreen display
  • এবং এর ব্যাটারি হলো – Built-in 170mAh lithium Battery
  • আনুমানিকভাবে ২-৩ দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
  • এই ঘড়িটির সাথে সম্পূর্ণ ফ্রিতে একটি TWS পাবেন।
  • এই মোবাইল ঘড়িটিতে আছে ব্লুটুথ কলিং সিস্টেম।
  • এবং সাথে থাকছে Multiple touch ডিসপ্ল।

T55 PRO MAX ঘড়িটি সাথে থাকবে একটি এক্সট্রা স্টাপ/ বেল্ট। ঘড়িটির দাম হিসেবে এটি অনেক আকর্ষণীয় এবং এর সাথে আরো থাকছে একটি TWS

৪. XINJI COBEE C1 Smart Watch

প্রথমেই জানিয়ে দেই XINJI COBEE C1 মোবাইল ঘড়িটির দাম অন্যদের তুলনায় একটু বেশি তবে ২০২৩ সালের সেরা ও আকর্ষণীয় Smart Watch / মোবাইল ঘড়ি নিয়ে আলোচনা করলে XINJI COBEE C1 বাদ দেয়ার কোন সুযোগ নেই। লিমিটেড দামে আকর্ষণীয় একটি মোবাইল ঘড়ি এটি।

মোবাইল ঘড়ির দাম কত
Photo Credit: SamZone

ফিচারসমূহঃ

  • এই ঘড়িটির সাথে থাকবে ৬ মাসের ওয়ারেন্টি।
  • সাথে থাকবে একটি এক্সট্রা স্টাপ/ বেল্ট।
  • ডিসপ্লে ফিচার হলো – 69 inch TFT HD (240×280)
  • এবং Multiple touch ডিসপ্ল।
  • ঘড়িটির চার্জিং সিস্টেম – Magnetic Charging
  • ঘড়িটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 260 mAh এর।
  • আনুমানিকভাবে এই ঘড়িটিতে ৯ দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন।
  • XINJI COBEE C1 মোবাইল ঘড়ি এর এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম Android 5.0 and above – IOS 10.0 and above
  • ঘড়িটি 5 ATM Waterproof
  • ব্লুটুথ কলিং সিস্টেম।

এছাড়াও থাকছে এই ঘড়িটিতে আরো অনেক আকর্ষণীয় ফিচার যা অন্য সকল ঘড়ির তুলনায় এটিকে অনেক বেশি এগিয়ে রাখবে। XINJI COBEE C1 মোবাইল ঘড়িটির দাম মাত্র ২,৫৯৯ টাকা। এই ঘড়িটি startech এবং rainbow gadget ওয়েবসাইট থেকে বিক্রয় করতে পারবেন।

বিঃদ্রঃ- মোবাইল ঘড়িগুলোর দাম সামান্য কম-বেশি হতে পারে।

শেষ কথা-  উপরে উল্লিখিত মোবাইল ঘড়িগুলো ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই ওয়েবসাইটে প্রবেশ করে এর দাম এবং ডিটেলস সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন।

FAQs

মোবাইল ঘড়িগুলো কতদিন ব্যবহার করা যাবে?

যেহেতু ইলেকট্রনিক গ্যাজেট এর কোন গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। তবে যে সকল প্রোডাক্টগুলোর সাথে গ্যারান্টি আছে উক্ত সময়ের মধ্যে প্রোডাক্ট নষ্ট হলে ওয়ারেন্টি/ গ্যারেন্টি কাউন্ট হবে। মোবাইল ঘড়িগুলো কতদিন ব্যবহার করা যাবে এটা সঠিকভাবে বলা সম্ভব নয়।

১০০০ টাকার সেরা মোবাইল ঘড়ি?

১০০০ টাকায় সেরা মোবাইল ঘড়িগুলোর মধ্যে অন্যতম হলো T500 Smart Watch এটি। আপনার বাজেট যদি ১০০০ টাকা হয় সেক্ষেত্রে এই ঘড়িটি দেখতে পারেন।

মোবাইল ঘড়ি বাংলাদেশ প্রাইজ?

মোবাইল ঘড়ি বাংলাদেশ প্রাইজ হল ৫০০ টাকা থেকে শুরু করে ৫০,০০০ Tk এর বেশি আছে। দাম সম্পূর্ণ নির্ভর করবে ঘড়ির ব্র্যান্ড এবং এর কোয়ালিটির উপরে।

মোবাইল ঘড়ির দাম?

বাংলাদেশে বিভিন্ন দামের মোবাইল ঘড়ি পাওয়া যায় তবে মোটামুটি ভালো একটি মোবাইল ঘড়ি ক্রয়ের জন্য আপনাকে ১০০০ টাকার বেশি গুনতে হবে। সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির ও বিভিন্ন দামের মোবাইল ঘড়ি বাজারে পাবেন।

সম্পর্কিত আরো পোস্টঃ

স্পাই ক্যামেরা কোথায় পাওয়া
10000 টাকার মধ্যে ভিভো মোবাইল
Home Page – Sharoplace

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।