রবিবার , ডিসেম্বর 22 2024
bnen
Breaking News

সেরা কয়েকটি স্মার্ট ওয়াচ এর দাম দেখুন

প্রযুক্তির উন্নয়নের ছোঁয়ায় বর্তমানে আমরা ঘড়ি ব্যবহার করে মোবাইলের সুবিধা উপভোগ করতে পারি। এই লেখাটিতে আলোচনা করা হবে বর্তমান সময়ের কয়েকটি জনপ্রিয় স্মার্ট ওয়াচ এর দাম সম্পর্কে। আপনি যদি মোবাইল ঘড়ি কেনার কথা ভাবেন তাহলে এই লেখাটি আপনার জন্য।

যুগের পরিবর্তনে এনালগ ঘড়ি পরিবর্তন হয়ে ডিজিটাল ঘড়ির পরিচালন শুরু হয়েছে। এই ঘড়িগুলোর মাধ্যমে সময় দেখার পাশাপাশি মোবাইল ফোনের মত কথা বলা, অডিও ভিডিও দেখা, ইন্টারনেট চালানো সহ যাবতীয় কাজ সম্পন্ন করা যায়। এছাড়াও এই সকল ঘড়িগুলোতে রয়েছে আরো অনেক ফিচার।

এই স্মার্টওয়াচগুলোর জনপ্রিয়তা দিন দিন অনেক বেড়েই চলেছে। বর্তমানে বাজারে বাছাইকৃত কয়েকটি সেরা মোবাইল ঘড়ি এর দাম ও স্মার্ট ওয়াচ গুলোর সম্পর্কে বিস্তারিত এই লেখাটিতে আলোচনা করা হয়েছে।

সেরা কয়েকটি স্মার্ট ওয়াচ এর দাম

এই লেখাটিতে আলোচিত স্মার্ট ওয়াচ বা মোবাইল ঘড়ি গুলোর দাম ১০০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকার মধ্যে থাকবে। তাই এই স্মার্টওয়াচ গুলো আপনারা কম বাজেটের মধ্যেই ক্রয় করতে পারবেন। এছাড়াও আপনাদের সুবিধার্থে স্মার্ট ওয়াচের দামের সাথে এর ফিচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

১.H10 Ultra A2458 Watch 8

H10 Ultra A2458 Watch 8 ডিজিটাল স্মার্ট ওয়াচটিচে রয়েছে 1.99 inch 380 x 320 পিক্সেল রেজুলেশন এর ডিসপ্লে এবং 380 MAH পাওয়ারফুল ব্যাটারি। এই স্মার্ট ওয়াচটি দেখতে অনেক আকর্ষণীয় হওয়ায় বর্তমানে এটি ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়।

স্মার্ট ওয়াচটিতে আরো রয়েছে স্লিপ মনিটর ও ৫.০ ব্লুটুথ, 196KB Ram, 1MB+64MB স্টোরেজ। এছাড়াও H10 Ultra A2458 Watch 8 আকর্ষণীয় স্মার্টওয়াচটিতে আরো অনেক ফিচারস রয়েছে।

H10 Ultra A2458 Watch 8 স্মার্ট ওয়াচটির ফিচারসমূহঃ

  • স্পিট ডিসপ্লে
  • ব্লুটুথ কল
  • হার্ট রেট সেন্সর
  • স্লিপ মনিটর
  • ৩৮০ এমএএইচ ব্যাটারি
  • মাল্টিটাচ ডিসপ্লে
  • ১.৯৯ ইঞ্চি ডিসপ্লে

H10 Ultra A2458 Watch 8 স্মার্টওয়াচটির দাম মাত্র ২,৪০০ টাকা। এই মোবাইল ঘড়িটির আকর্ষণীয় লুকের কারণে বর্তমানে এটি ব্যবহারকারীদের মাঝে জনপ্রিয়।

২.Xiaomi Amazfit Bip 3

রেডমি ব্র্যান্ডের Xiaomi Amazfit Bip 3 মডেলের আকর্ষণীয় স্মার্ট ওয়াচটিতে রয়েছে ১.৬৯ ইঞ্চি এলসিডি স্ক্রিন ডিসপ্লে, ৫ এটিএম ওয়াটার রেসিসটেন্ট ও ২৩০ মি.লি. আম্পিয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি। এই প্রো ফিটনেস স্মার্ট ওয়াচটি কালো কালারের হওয়ায় ব্যবহারকারীদের মাঝে জনপ্রিয় হয়েছে।

এছাড়াও এই স্মার্ট ওয়াচটি হাতে পড়তে অনেকটা কমফোর্টেবল। আরও রয়েছে এর দারুন সকল ফিচারস।

Xiaomi Amazfit Bip 3 স্মার্ট ওয়াচটির ফিচারসমূহঃ

  • ৫ এটিএম ওয়াটার রেসিসটেন্ট
  • ১.৬৯ ইঞ্চি এলসিডি স্ক্রিন ডিসপ্লে
  • ২৩০ মি.লি. আম্পিয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি
  • ৫.০ ব্লুটুথ কানেক্টিভিটি
  • হার্ট রেট সেন্সর

Xiaomi Amazfit Bip 3 আকর্ষণীয় স্মার্টওয়াচটির দাম মাত্র ৫,০০০ টাকা। স্টারটেক থেকে Xiaomi Amazfit Bip 3 স্মার্টওয়াচটি আরো কম দামে ক্রয় করতে পারবেন।

৩.HW22 PRO

HW22 PRO স্মার্ট ওয়াচটি স্টাইলিশ ডিজাইনের জন্য অনেক জনপ্রিয়। এই স্মার্টওয়াচটিতে রয়েছে ২০০ এমএএইচ  শক্তিশালী ব্যাটারি ও হার্ট রেট পর্যবেক্ষণ করার সেন্সর। আরো রয়েছে এই স্মার্টওয়াচটিতে ১.৭৫ ইঞ্চি ৩২০ x ৩২০ পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে।

এই স্মার্ট ওয়াচটি ওয়াটারপ্রুফ হওয়ায় সহজে পানি প্রবেশ করে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। ৪৫ x ৩৮.৩ x ১২.৮ মি.মি ডায়ামিটারের এই স্মার্টওয়াচটিতে আরো অনেক দারুন ফিচারস রয়েছে।

HW22 PRO স্মার্ট ওয়াচটির ফিচারসমূহঃ

  • স্টাইলিশ আকর্ষণীয় ডিজাইন
  • ওয়াটারপ্রুফ
  • ২০০ এমএএইচ ব্যাটারি
  • রেগুলার ওয়্যার
  • হার্ট রেট পর্যবেক্ষণ সেন্সর
  • ৩২০ x ৩২০ পিক্সেল রেজুলেশন ডিসপ্লে

HW22 PRO স্মার্ট ওয়াচটি বর্তমানে সব জায়গায় এভেলেবেল আছে। এত দারুন ফিচার যুক্ত HW22 PRO স্মার্ট ওয়াচটির দাম মাত্র ১,৯৫০ টাকা।

৪.T900 Pro Max

কালো রংয়ের T900 Pro Max স্মার্ট ওয়াচটিতে রয়েছে ২০০ এমএএইচ পাওয়ারফুল ব্যাটারি এবং ১.৭ ইঞ্চি আইপিএস স্ক্রিন ২.৫ ডি কার্ভড ডিসপ্লে। এছাড়াও আরো রয়েছে ৫.০ ব্লুটুথ কানেক্টিভিটির সাথে HS6620+BK3266 চিপসেট জিপিইউ সিস্টেম।

এই স্মার্ট ওয়াচটিতে ৩২ মেগাবাইট র‍্যাম ও ৩২ মেগাবাইট ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। স্মার্ট ওয়াচটিতে ওয়াটারপ্রুফ সিস্টেম থাকার সহজে এর মধ্যে পানি প্রবেশ করবে না। তবে এই স্মার্টওয়াচটির একটি খারাপ দিক হলো এটিতে কোন ক্যামেরা নেই।

T900 Pro Max স্মার্ট ওয়াচটির ফিচারসমূহঃ

  • ৫.০ ব্লুটুথ কানেক্টিভিটি
  • ১.৭ ইঞ্চি আইপিএস ২.৫ ডি কার্ভড ডিসপ্লে
  • ওয়াটারপ্রুফ
  • রেগুলার ওয়ার
  • ৩২ মেগাবাইট র‍্যাম
  • ৩২ মেগাবাইট স্টোরেজ
  • HS6620+BK3266 চিপসেট
  • হার্ট রেট সেন্সর

T900 Pro Max স্মার্ট ওয়াচটির দাম মাত্র ১,৭৫০ টাকা। আপনারা চাইলে এই স্মার্ট ওয়াচটি অনলাইন এর মাধ্যমেও অর্ডার করতে পারেন।

৫.Microwear H1

অন্যান্য সকল স্মার্ট ওয়াচ গুলোর তুলনায় Microwear H1 স্মার্টওয়াচটির দাম অনেক বেশি। কিন্তু বর্তমানে এই স্মার্ট ওয়াচটি ফ্যাশনের জন্য অনেক জনপ্রিয়। এই স্মার্ট ওয়াচটিতে রয়েছে ১.৩৯ ইঞ্চি এমোএলইডি রাউন্ড ডিসপ্লে যা ৪০০x৪০০ পিক্সেল রেজুলেশন যুক্ত।

এছাড়াও আরো রয়েছে 3.0+4.0 ব্লুটুথ কানেক্টিভিটি, ওয়াইফাই সাপোর্ট, হার্ট রেট সেন্সর, স্লিপ মনিটর, জিপিএস, ৫ মেগাপিক্সেল ক্যামেরা এন্ড ভিডিও, ক্যালকুলেটর, অডিও রেকর্ডার, ৪৮০ এমএএইচ ব্যাটারি, Stopwatch ও ক্যালেন্ডার সহ আরো অনেক ফিচারস।

Microwear H1 স্মার্ট ওয়াচটির ফিচারসমূহঃ

  • ১.৩৯ ইঞ্চি এমোএলইডি রাউন্ড ডিসপ্লে
  • ৪০০x৪০০ পিক্সেল রেজুলেশন যুক্ত
  • Android 5.1 অপারেটিং সিস্টেম
  • ৫ মেগাপিক্সেল ক্যামেরা
  • ৪৮০ এমএএইচ ব্যাটারি
  • হার্ট রেট সেন্সর
  • ওয়াইফাই সাপোর্ট
  • 3.0+4.0 ব্লুটুথ কানেক্টিভিটি

Microwear H1 স্মার্ট ওয়াচটির দাম মাত্র ৮,৫০০ টাকা। এই স্মার্ট ওয়াচটিতে অন্যান্য সকল স্মার্টওয়াচের তুলনায় রয়েছে অনেক বেশি দারুণ দারুণ সকল ফিচারস।

প্রিয় পাঠকবৃন্দ, আশাকরি স্মার্ট ওয়াচ এর দাম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এই লেখাটিতে আলোচিত সেরা ৫টি স্মার্ট ওয়াচ বর্তমানে বাজারে এভেলেবেল রয়েছে। তবে স্থান ও সময় ভেদে স্মার্ট ওয়াচ গুলোর দাম কিছুটা পরিবর্তন হতে পারে।

FAQs

Xiaomi Amazfit Bip 3 স্মার্ট ওয়াচটি কেমন?

বর্তমানে 5000 টাকার মধ্যে সেরা স্মার্ট ওয়াচ এটি। Xiaomi Amazfit Bip 3 স্মার্ট ওয়াচটিতে ১.৬৯ ইঞ্চি এলসিডি স্ক্রিন ডিসপ্লের সাথে ২৩০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে।

সব থেকে ভালো মোবাইল ঘড়ি কোনটি?

Microwear H1 মডেলের স্মার্ট ওয়াচটি বর্তমানে সবথেকে ভালো মোবাইল ঘড়ি হিসেবে বিবেচিত হয়। এই মোবাইল ঘড়িটির দাম মাত্র ৮,৫০০ টাকা।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।