শনিবার , ডিসেম্বর 21 2024
bnen
Breaking News

হোয়াটসঅ্যাপ নিয়ে এলো আরো নতুন ফিচার

বর্তমান সময়ের জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হল হোয়াটসঅ্যাপ।  কিছুদিন পরপর হোয়াটসঅ্যাপ তার গ্রাহকদের জন্য গ্রাহকদের সুবিধার্থে নুতন নুতন অনেক ফিচার নিয়ে আসছে ।  রিসেন্ট হোয়াটসঅ্যাপের আশা কিছু নুতন ফিচারস নিয়ে আজকের এই লেখা টি ।  আমরা এই ফিচারস গুলো কিভাবে ব্যবহার করব এবং হোয়াটসঅ্যাপ নিয়ে এলো আরো নতুন ফিচার সে সম্পর্কে আলোচনা করা হলো।

হোয়াটসঅ্যাপ কি

বর্তমান সময়ের জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম গুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ অন্যতম ।  হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা খুব সহজে একজনার কাছ থেকে অন্যজনের কাছে বার্তা প্রেরণ করতে পারে এবং আমরা  ভিডিও  ও অডিও কলে কথা বলতে পারি । হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য আমাদের ইন্টারনেট কালেকশন প্রয়োজন । 

হোয়াটসঅ্যাপের মালিকাধীন কোম্পানি হলো মেটা । ফেসবুক, ইনস্টাগ্রাম,  মেসেঞ্জার  ইত্যাদি এগুলোর  মালিকাধীন কোম্পানি হলো  মেটা । হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা চ্যাটিং এবং  কলে  কথা বলতে গ্রুপিং সুবিধা পেয়ে থাকি ।  হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটিং সম্পর্কে নতুন একটি আপডেট এনেছে সে সম্পর্কেও আলোচনা করা হবে।

হোয়াটসঅ্যাপ নিয়ে এলো নতুন ফিচার
হোয়াটসঅ্যাপে এলো আরো নতুন ফিচার

হোয়াটসঅ্যাপ প্রতিষ্টিত হয় 2009 সালের 24 শে ফেব্রুয়ারি ।  পূর্বে  whatsapp-এর কোম্পানি ছিল  ইনক বর্তমানে হোয়াটসঅ্যাপ মেটা কোম্পানি দ্বারা পরিচালিত হচ্ছে । হোয়াটসঅ্যাপের নানাবিধ সুযোগ সুবিধার কারণে বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রচুর বৃদ্ধি পাচ্ছে । 

আর এদিকে হোয়াটসঅ্যাপ কোম্পানি তাদের  ব্যবহারকারীদের সুবিধার্থে নুতন নুতন ফিচার  অ্যাড করছেন । হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন টি আমরা প্লে স্টোরে পেয়ে যাবো। 

নতুন ফিচার এল হোয়াটসঅ্যাপে

হোয়াটসঅ্যাপ ব্যবহার কারীদের জন্য নতুন সুখবর । হোয়াটসঅ্যাপ নিয়ে এলো আরো নতুন ফিচার সুখবর দিলেন মেটা  কোম্পানি । বর্তমান সময়ের জনপ্রিয় একটি  মেসেঞ্জার প্লাটফর্ম হল হোয়াটসঅ্যাপ ।  কয়েক কোটি গ্রাহক ব্যবহার করছে এই অ্যাপ্লিকেশনটি  রিসেন্টলি হোয়াটসঅ্যাপে কিছু আপডেট এসেছে যা গ্রাহকদের অভিজ্ঞতা ভালো করবে এবং ব্যবহারের সুবিধা হবে ।

ব্যবসায় কিভাবে সফল হওয়া যায়

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার গুলো 

আমরা ইতিমধ্যে জেনে গেছি হোয়াটসঅ্যাপ তাদের গ্রাহকদের জন্য অনেক নুতন নুতন ফিচারস নিয়ে এসেছে ।  আমরা সেই ফিচারস গুলো ব্যবহার করে কি কি উপকার পাবো  এবং কিভাবে ব্যবহার করব সে সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো । হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটির যাত্রা শুরু হয় 2009 সালের 14 ই ফেব্রুয়ারি থেকে।

তখন হোয়াটসঅ্যাপে তেমন ব্যবহারকারী ছিল না  কিন্তু বর্তমানে হোয়াটসঅ্যাপের আকর্ষণীয় ফিচারস গুলোর জন্য ব্যবহারকারীর সংখ্যা কয়েক কোটি ছাড়িয়ে গেছে । সেই সকল ব্যবহারকারীদের সুবিধার্তে হোয়াটসঅ্যাপ নিত্য নূতন নূতন ফিচার নিয়ে আসছে ।  রিসেন্টলি হোয়াটসঅ্যাপ কিছু ফিচার নিয়ে আসছে সেগুলো হলো ।

নূতন ফিচারস এল হোয়াটসঅ্যাপ গ্রুপে

আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি তারা অবশ্যই জানি হোয়াটসঅ্যাপে গ্রুপিং সিস্টেম আছে ।   আমাদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ গ্রুপিং এর মাধ্যমে আমরা অনেক ব্যবহারকারী একসাথে যুক্ত হতে  পারি । একসাথে যুক্ত হওয়াকে গ্রুপ বলা হয় – পূর্বে হোয়াটসঅ্যাপের গ্রুপ থেকে যদি কেউ  বের হয়ে যেত তাহলে ওই গ্রুপের অন্য সকল মেম্বাররা তা দেখতে পেত।

+8800……000  left  এই রকম দেখা যেত কিন্তু বর্তমানে হোয়াটসঅ্যাপ যে আপডেটটি এনেছে সেটি হল  কোন মেম্বার যদি গ্রুপ থেকে লিভ নেয় তাহলে ওই গ্রুপের অন্য কোন মেম্বার রা সেটি দেখতে পাবেনা । শুধুমাত্র ওই গ্রুপের ADMIN  এটি দেখতে পাবে । এই  ফিচারস টি হোয়াটসঅ্যাপ ব্যবহার কারীদের জন্য বিশেষ কার্যকরী একটি ফিচার

ফের হোয়াটসঅ্যাপ গ্রুপ এর নতুন আপডেট 

হোয়াটসঅ্যাপ গ্রুপের উপরে ফের আপডেট এনেছে  হোয়াটসঅ্যাপ এর  মালিকাধীন কোম্পানি মেটা ।  আমরা ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ এর নতুন একটি আপডেট সম্পর্কে জেনেছি ।  হোয়াটসঅ্যাপের গ্রুপের আরও দুটি আপডেট হলো ।

  • পূর্বে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সর্বোচ্চ 50 জন সদস্য একসাথে যুক্ত হতে পারতাম কিন্তু বর্তমানে হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের সুবিধার্থে এখন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একসাথে 500  এর বেশি মেম্বার যুক্ত হতে পারবে । 
  • এছাড়াও পূর্বে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সর্বাধিক 16 মেগা বাইটের একটা ফাইল আদান-প্রদান করতে পারতাম  কিন্তু এই আপডেটের পর আমরা 100  মেগাবাইট এর ফাইল পাঠানোর সুযোগ সুবিধা উপভোগ করতে পারব। 

হোয়াটসঅ্যাপের এই আপডেট দুটো ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট ছিল । এই সকল নতুন নতুন ফিচার এড করার জন্য বর্তমানে হোয়াটসঅ্যাপ বিপুল জনপ্রিয় হয়ে উঠেছে ।  

হোয়াটসঅ্যাপের নতুন ফিচারস

রিসেন্ট হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের জন্য অ্যাক্টিভিটি হাইড তথা প্রোফাইল পিকচার –  লাস্ট সিন স্ট্যাটাস  ইত্যাদি  লুকানো উপরে  নতুন একটি আপডেট নিয়ে এসেছে ।  অনেক সময় ব্যবহারকারীদের নির্দিষ্ট কারো কাছ থেকে প্রোফাইল পিকচার ইত্যাদি লুকানোর প্রয়োজন হয় ।  কিন্তু  পূর্বে নির্দিষ্ট কোন ব্যবহারকারীদের থেকে লুকানো যেত না । 

সবার জন্য গোপন করা যেত –  বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুবিধার্থে নিয়ে এলো নতুন ফিচারস টি ।  এখন আপনি চাইলে নির্দিষ্ট কারো কাছ থেকে আপনার প্রোফাইল ফটো,  অ্যাক্টিভিটি,  লাস্ট সিন স্ট্যাটাস  ইত্যাদি লুকাতে পারবেন। একের অধিক মানুষের কাছ থেকেও  লুকানো  যাবে। 

এসম্পর্কে হোয়াটসঅ্যাপ কম্পানি গত নভেম্বরে কাজ শুরু করেছেন । কিন্তু দীর্ঘ ৭ মাস পর এই ফিচারটি  সকল ব্যবহারকারীর জন্য  চালু করে দেয়া হয় । এখন থেকে আমরা চাইলে যেকোন  ব্যবহারকারীর থেকে আমাদের তথ্য লুকাতে পারি।

কিভাবে হোয়াটসঅ্যাপে প্রোফাইল ফটো লুকাবেন 

উপরে উল্লেখিত সুবিধার্থে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমাদের প্রথমে । 

  •  হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন টি ওপেন করতে হবে
  •  এবং হোয়াটসঅ্যাপের  ডান কর্নারে থাকা  থ্রি ডট আইকন এ ক্লিক করে সেটিংস অপশনে যেতে হবে ।
  • সেটিং অপশনে যাওয়ার পরে  প্রথমে  একাউন্ট নামে একটা অপশন দেখতে পাবো সেটাতে ক্লিক করে প্রবেশ করতে হবে ।
  • এরপরে প্রথমে থাকা প্রাইভেসি  নামক অপশনে  ক্লিক  করে ভিতরে প্রবেশ করতে হবে ।
  • প্রাইভেসি অপশন থেকে প্রফাইল ফটো  বা আপনি যেটা হাইড করতে চান সেখানে ক্লিক করে “ My contacts except…..” অপশন থেকে –  আপনি  যার কাছ থেকে তথ্য হাইড করতে চান তার একাউন্ট সিলেক্ট করে ওকে করে দিতে হবে।

হোয়াটসঅ্যাপের এই নূতন আপডেটগুলো আমার কাছে বেশ চমৎকার লেগেছে । এছাড়াও যদি কোনো ধরনের তথ্য জানতে চান তাহলে কমেন্ট এর মাধ্যমে আমাদের জানিয়ে দিতে পারেন। 

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

জমির পুরাতন দলিল খুঁজে পাবেন মাত্র ৫০০ টাকায়! সব সালের

জমির পুরাতন দলিল খুঁজে পাবেন মাত্র ৫০০ টাকায়! সব সালের

আসসালামুআলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাকে আজকে এমন একটা পদ্ধতির কথা বলবো সেখানে আপনি আপনার …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।