বর্তমানে আমরা অনেকেই আইপিএস ও ইউপিএস ব্যবহার করে থাকি কিন্তু আইপিএস ও ইউপিএস এর মধ্যে পার্থক্য সম্পর্কে জানিনা। যার ফলে আমাদের জন্য IPS ভালো হবে, না UPS ভালো হবে এটা বাছাই করতে পারিনা।
আইপিএস এবং ইউপিএস এই দুটো ডিভাইসের প্রধান কাজ হল মেইন পাওয়ার বন্ধ হলে, ব্যাকআপ পাওয়ার সাপ্লাই দেয়। সাধারণত বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে আমরা ইলেকট্রনিক্স ডিভাইসগুলো পরিচালনার জন্য আইপিএস ও ইউপিএস ব্যবহার করি।
দুটো ডিভাইসের কাজ এক হলেও, এর মধ্যে বেশ পার্থক্য রয়েছে। এই লেখাটিতে আমরা IPS ও UPS এর পার্থক্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবং আইপিএস ও ইউপিএস এর কাজ কি? এই সম্পর্কে জানাবো।
আইপিএস ও ইউপিএস এর মধ্যে পার্থক্য
ইউপিএস এর তুলনায় আইপিএস অনেক সময় পাওয়ার Backup দিতে সক্ষম। এছাড়াও ইউপিএসে আইপিএস এর তুলনায় ভোল্টেজ অনেক কম থাকে।
পার্থক্য কি সেটা বোঝার আগে চলুন জেনে নেই IPS ও UPS এর কাজ কি। IPS ও UPS মূলত পাওয়ার সাপ্লাই দিয়ে থাকে অর্থাৎ বিদ্যুৎ সংযোগ না থাকলে আইপিএস বা ইউপিএস তাদের সংরক্ষিত চার্জ থেকে পাওয়ার সাপ্লাই দিয়ে থাকে।
আবার যখন বিদ্যুৎ আসে তখন সেটা চার্জ হয়। এখন কথা হলো দুইটা তো একই ধরণের কাজ করে তাহলে পার্থক্য কোথায়? মূল পার্থক্যের কথা বললে বলা যাই এদের ডিভাইস, সময়, এবং ক্যাপাসিটির মধ্যে আসল তফাৎ রয়েছে।
আইপিএস ও ইউপিএস এর কাজ কি
ইউপিএস এবং আইপিএস উভয়ই পাওয়ার সাপ্লাই ডিভাইস। ইউপিএস সাধারণত ব্যাকআপ পাওয়ার সুইচ যা 10ms এর মধ্যে পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। যার ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে ব্যবহারকারীদের কম্পিউটার বা অন্য কোন ডিভাইস পুনরায় চালু করতে হবে না।
একটি কম্পিউটারের ক্ষেত্রে অল্প সময়ের জন্য ইউপিএস ব্যাকআপ ক্ষমতার উৎস হিসেবে ব্যবহার করা যেতে পারে। আইপিএস এটিও ব্যাকআপ পাওয়ার হিসাবে ব্যবহৃত হয় তবে আইপিএস এর টাইম কমপক্ষে 1sec অথবা তার ও কিছু বেশি সময়।
যার ফলে ব্যবহারকারীর ডিভাইস রিসেট বা রিস্টার্ট হয়। পাওয়ার ড্রপ এবং হঠাৎ পাওয়ার আপ এর ফলে ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য ক্ষতিকারক হতে পারে।
আরো জানতে পারেনঃ নতুন ল্যাপটপ কেনার পর করণীয়।
আইপিএস কি
IPS এর পূর্ণরূপ হলো Integrated Power System। এর সাথে সংযুক্ত ব্যাটরি চার্জের মাধ্যমে বিদ্যুৎ সংরক্ষিত রাখে এবং বিদ্যুৎ চলে গেলে একটি নিদিষ্টি সময় পর্যন্ত বিদ্যুৎ সরবারহ করার মাধ্যমে বৈদ্যুতিক সব যন্ত্রপাতি চালানো সম্ভব হয়ে থাকে। আইপিএস সাধারণত ২ ধরণের হয়ে থাকে।
১.ইলেকট্রিক আইপিএস – ইলেক্ট্রিক IPS সরাসরি বিদ্যুৎ থেকে চর্জ গ্রহন করে ব্যাটারিতে সংরক্ষিত রাখে এবং পরবর্তীতে বিদ্যুৎ না থাকা অবস্থায় বিদ্যুৎ সরবারহ করে থাকে
২.সোলার আইপিএস – সোলার IPS সরাসরি সোলার প্যানেলের মাধ্যমে সূর্যের আলো থেকে চার্জ গ্রহন করে ব্যাটারিতে জমা করে।
ইউপিএস কি
UPS এর পূর্ণ নাম হলো Uninterruptible Power Supply বা Uninterruptible Power Source। ইউপিএস এমন একটি ডিভাইস যা কিছু সময়ের জন্য বিদ্যুৎ সঞ্চয় করে রাখাতে পারে এবং যেকোন সময় কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতিতে বিদ্যুৎ সরবারহ করতে পারে।
ইউপিএস সাধারণত ৩ ধরণের হয়ে থাকে, অনলাইন ইউপিএস, লাইন ইন্টারেক্টিভ ইউপিএস, অফলাইন ইউপিএস। এগুলো সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। ইউপিএস এর উপকারিতা সম্পর্কে জানতে পারেন।
অনলাইন ইউপিএস
অনলাইন ইউপিএসে ডাবল কানভার্সন পদ্ধতি ব্যবহার করা হয়। এটি প্রথমে এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করে। তারপর, ইনভার্টিং করে আবার ডিসি ভোল্টেজকে এসি ভোল্টেজে রূপান্তর করে। অনলাইন ইউপিএস সাধারণত ৫ মিনিট থেকে ২ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিয়ে থাকে।
লাইন ইন্টারএ্যাকটিভ ইউপিএস
লাইন ইন্টারএ্যাকটিভ ইউপিএস লাইনের ইনভার্টারকে মেইনটেইন বা রক্ষণাবেক্ষণ করে। এবং নরমাল চার্জিং মোড থেকে কারেন্ট পাথ রিডিরেক্ট (Redirect) করে।
অফলাইন বা স্ট্যান্ডবাই ইউপিএস
অফলাইন বা স্ট্যান্ডবাই ইউপিএস পদ্ধতিতে মূল সিস্টেমে লোড সরাসরি ইনপুট পাওয়ার এর সাথে সংযুক্ত থাকে। যখন মেইন পাওয়ার সাপ্লাই সংযোগ দিতে ব্যর্থ হয়, তখন এটি পাওয়ার ব্যাকআপ দেয়।
IPS ও UPS এর মধ্যে কয়েকটি পার্থক্য
আইপিএস (IPS) | ইউপিএস (UPS) |
---|---|
IPS বৈদ্যুতিক সংকেত মেরু বদল শুধুমাত্র একটি পাওয়ার বিভ্রাটের সময় চালু থাকে এবং এটি শুধুমাত্র অভ্যন্তরীন ব্যাটারি দ্বারা চালিত হয়। | UPS এর জন্য বৈদ্যুতিক সংকেত মেরু বদল সর্বদা লোড পাওয়ার জন্য চালু থাকে। বৈদ্যুতিক সংকেত মেরু বদল সাধারনত AC লাইন থেকে চালিত হয় এবং বিদ্যুৎ বিভ্রাটের সময় অভ্যন্তরীন ব্যাটরি থেকে চালিত হয়। |
IPS প্রধানত অফিস ও বাসার ব্যবহারের জন্য উপযোগী, বাড়ির সাধারণ ব্যবহারে শক্তিস্রোত বিনিয়োগে ব্যবহার করা হয়। | এটি সাধারণভাবে কম্পিউটার, সার্ভার, রাউটার, মডেম ইত্যাদির পাওয়ার ব্যাকআপের জন্য ব্যবহৃত হয়। |
আইপিএস এর পাওয়ার ক্ষমতা ১৬ (KVA) কেভিএ। | অপরদিকে ইউপিএস এর পাওয়ার ক্ষমতা সাধারনত ২ (KVA) কেভিএ হয়ে থাকে। |
আইপিএসে ব্যাটারীর সক্ষমতা বেশি হয়ে থাকে। | UPS এর ব্যাটারীর ক্ষমতা কম হয়ে থাকে। |
আইপিএসে পাওয়ার সাপ্লাই হতে সাধারণত ১ সেকেন্ড বা তার বেশি সময় লাগে। | অপরদিকে ইউপিএসে তাৎক্ষনিক (10ms) সময়ের মধ্যেই পাওয়ার সাপ্লাই হয়ে থাকে। |
আইপিএস এর মেকানিজম অধিকতর সহজ ও সাশ্রয়ী। | UPS এর মেকানিজম সাধারণত কিছুটা ব্যয়বহুল ও জটিল। |
IPS এ মূলত মেইন ভোল্টেজের সমান ভোল্টেজ পাওয়া যায়। | UPS এ Automated Voltage Regulation হয়। এখানে Voltage সাধারণত 220 এ সেট করা থাকে। |
শেষ কথা
আপনার পছন্দ আপনার চাহিদার উপর নির্ভর করবে। আপনার যদি সংবেদনশীল ভিাডইস থাকে যেগুলি নিরবিচ্ছিন বিদ্যুৎ প্রয়োজন তাহলে UPS হল ভাল পছন্দ। আর যদি আপনার কাছে এমন ডিভাইস থাকে যা পাওয়ার বাধার প্রতি কোনো রকম সমস্যা হবে না তাহলে IPS একটি ভাল বিকল্প হতে পারে।
FAQs
মোটামুটি মিডিয়াম কোয়ালিটির একটি আইপিএস ক্রয় করতে ৩০,০০০ টাকা থেকে ৭০,০০০ টাকা পর্যন্ত প্রয়োজন। আইপিএস এর দাম আপনার চাহিদা ও ব্যাটারির কোয়ালিটি এবং IPS মেশিনের উপর নির্ভর করবে।
ইউপিএস এর দাম সাধারণত ৩,০০০ টাকা থেকে ১০,০০০ টাকার মধ্যে হয়ে থাকে। Real Power 650VA UPS এর দাম ৩,১০০ টাকা এবং Power Guard 800VA PS Offline UPS এর দাম ৪,৮০০ টাকা।