রবিবার , ডিসেম্বর 22 2024
bnen
Breaking News

মানি মার্কেট কাকে বলে জেনে নিন

আমরা হয়তো অনেকেই জানিনা মানি মার্কেট কাকে বলে এবং মানি মার্কেট এর কাজ কি ? মানি মার্কেট বা মুদ্রা বাজারের উপাদানসমূহ কি?  আজকে মানি মার্কেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই লেখাটির মধ্যে।

মানি মার্কেট কাকে বলে

মানি মার্কেট হলো স্বল্পকালীন বিশ্বব্যাপী ঋণ আদান-প্রদান করার ক্ষেত্র। দেশের যে সকল আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকগুলো স্বল্পমেয়াদী সময়ের জন্য সুদের বিনিময় তহবিল আদান প্রদান করে সেই সকল প্রতিষ্ঠানগুলোকে নিয়ে মানি মার্কেট বা মুদ্রা বাজার গঠন করা হয়।

আমরা মানি মার্কেট বলতে বুঝি – টাকার বাজার বা যেখানে টাকা বিক্রি হয়!  আসলেই কি মানি মার্কেট এর অর্থ এটাই?  এই লেখাটিতে আপনাদের মাঝে মানি মার্কেট তথা মুদ্রাবাজার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে – একটা দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখে এই মানি মার্কেট বা মুদ্রাবাজার।

দেশের অর্থনীতিতে মানি মার্কেট বা মুদ্রা বাজারের অবদান অনেক,   মানি মার্কেট বা মুদ্রা বাজারের মূল লক্ষ্য হলো আর্থিক প্রতিষ্ঠানের এবং ব্যাংকগুলোর অর্থ বা সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা। যার ফলে দেশের অর্থনীতিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ায় মানি মার্কেট অবদান রাখে।

মানি মার্কেট কাকে বলে

মানি মার্কেট বা মুদ্রা বাজার কত প্রকার

আমরা পূর্বেই মানি মার্কেট কাকে বলে এবং মানি মার্কেট আমাদের দেশের অর্থনীতিতে কত-টা অবদান রাখে সে সম্পর্কে আলোচনা করেছি । কিন্তু আমরা কি জানি মানি মার্কেট বা মুদ্রাবাজার সাধারণত কত প্রকার হতে পারে 

মানি মার্কেট কে কত ভাগে আমরা ভাগ করতে পারি? আমরা সাধারণত মানি মার্কেট বা মুদ্রাবাজার কে ২ ভাগে ভাগ করতে পারি।

  • প্রতিষ্ঠানিক মুদ্রা-বাজার
  • অপ্রতিষ্ঠানিক মুদ্রা-বাজার 

প্রতিষ্ঠানিক মুদ্রাবাজার কি

প্রতিষ্ঠানিক মুদ্রাবাজার কি –  আমরা প্রতিষ্ঠানিক মুদ্রাবাজার বা প্রতিষ্ঠানিক মানি মার্কেট বলতে যেগুলোকে বুঝি সেগুলো হলোঃ কেন্দ্রীয় ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান সমূহ ইত্যাদি।এগুলোকে সাধারণত আমরা প্রতিষ্ঠানিক মানি মার্কেট বা প্রতিষ্ঠানিক মুদ্রাবাজার হিসাবে চিহ্নিত করতে পারি।  এছাড়াও আরো অনেক প্রতিষ্ঠানিক মানি মার্কেট আছে।

অপ্রতিষ্ঠানিক মুদ্রাবাজার কি 

অপ্রতিষ্ঠানিক মানি মার্কেট বা মুদ্রাবাজার বলতে সাধারণত আমরা যেগুলোকে বুঝি তা হলঃ সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে নয় এমন স্বল্প পরিসরে সমবায় সমিতি গুলো এবং মানি লেন্ডার ইত্যাদি।

প্রতিষ্ঠানিক মুদ্রাবাজারে বলতে বুঝি আমরা কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে নয় এবং সীমিত সময়ের জন্য লোন দিয়ে থাকে সুদের বিনিময়ে এই সকল প্রতিষ্ঠানগুলো।

মুদ্রা বাজার কাকে বলে

মুদ্রাবাজার বলতে আমরা বুঝি দেশের কেন্দ্রীয় ব্যাংক বা যেসকল প্রতিষ্ঠানগুলো সুদের বিনিময়ে অল্পসময়ের জন্য ঋণ আদান প্রদান করে তাকে মুদ্রাবাজার বলা হয়। মানি মার্কেট এবং মুদ্রাবাজার  এর একই অর্থ।  একটি দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখে ওই দেশের মুদ্রা বাজার।

শেয়ারবাজারে বিনিয়োগের কৌশল

তবে মুদ্রাবাজার সম্পর্কে কিছু কথা –  সবসময় মুদ্রাবাজার কে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক , এক বছর বা তার অল্প সময়ে যে প্রতিষ্ঠানগুলোর ঋণ আদান প্রদান করে সেগুলো মুদ্রা বাজারের অন্তর্ভুক্ত। এবং মুদ্রাবাজার এক বছর বা তার কম অথবা সরকারি সম্পত্তি ক্রয় বিক্রয় করা হয়।

মানি মার্কেটের উপাদানসমূহ – মুদ্রা বাজারের উপাদানসমূহ

মানি মার্কেট বা মুদ্রাবাজার পুঁজিবাজারের তুলনায় অনেকটা কম ঝুঁকিপূর্ণ । মানি মার্কেটে বিনিয়োগে স্বল্প হারে মুনাফা অর্জন করা সম্ভব। বর্তমানে মুদ্রাবাজারে যে প্রচলিত উপাদান সেগুলো হলোঃ

  •  আমানত সার্টিফিকেট
  • ট্রেজারি বিল
  • কমার্শিয়াল পেপার 
  • রেপো ও রিভার্স রেপো

বর্তমানে এই সকল উপাদানসমূহ মুদ্রা বাজারে প্রচলিত আছে,  নিন্মে এই সকল মুদ্রা-বাজারের উপাদানসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আমানত সার্টিফিকেট 

আমানত সার্টিফিকেট হল কোনো ব্যাংক বা ক্রেডিট ইউনিয়ন থেকে প্রদত্ত নিরাপদে বিনিয়োগের একটি মাধ্যম। বিনিয়োগকারীকে তার মুনাফার বিনিময় আমানতের একটি বড় অংশ জমা রাখতে হয় এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে সম্পদ উত্তোলনের ক্ষেত্রে শর্ত দেয়া হয় । ইউ এর মেয়াদ সর্বোচ্চ ১ বছর হয়ে থাকে। 

ট্রেজারি বিল

ট্রেজারি বিল হল সরকার কর্তৃক শর্তহীন স্বল্পমেয়াদি ঋণপত্র। বাজেট ঘাটতি বা অন্যান্য তহবিলের চাহিদা মেটানোর উদ্দেশ্যে সরকার কর্তৃক ইস্যুকৃত শর্তহীন স্বল্পমেয়াদী ঋণপত্রকে ট্রেজারি বিল বলে। বিনিয়োগকারীকে ট্রেজারি বিলের মেয়াদ উত্তীর্ণ হলে সরকার নিঃশর্তভাবে অভিহিত মূল্য ফেরতের অঙ্গীকারবদ্ধ থাকে। 

বাংলাদেশ ব্যাংকের আয়োজনে সপ্তাহে সাধারণত রবিবার অনুষ্ঠিত নিলামের মাধ্যমে ক্রয় বিক্রয় সম্পন্ন করা হয়। এই নিলামে বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত যেকোনো প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে পারবেন। বর্তমান বাজারে সর্বোচ্চ ১  বছরের মেয়াদে ট্রেজারি বিল প্রচলিত হয়ে থাকে। 

ট্রেজারি বিল ক্রয়ের ক্ষেত্রে সাধারণত দুটি পদ্ধতি অবলম্বন করা যেতে পারেঃ

১ / যে কোন আর্থিক প্রতিষ্ঠানের বা ব্যাংক থেকে ট্রেজারি বিল ক্রয় যেকোনো সময়।

২ / সাপ্তাহিক নিলামে প্রাইমারি ডিলারের মাধ্যমে ট্রেজারি বিল ক্রয় ।

মানি মার্কেট কাকে বলে
মানি মার্কেট কাকে বলে

কমার্শিয়াল পেপার

কমার্শিয়াল পেপার হলো স্বল্পমেয়াদী মুদ্রা বাজারের একটি সিকিউরিটি মাধ্যম। কমার্শিয়াল পেপারের মাধ্যমে বড় বড় কোম্পানিগুলো মূলধনের চলতি চাহিদা মেটানোর উদ্দেশ্যে ইস্যু করে থাকে। কমার্শিয়াল পেপারের সর্বোচ্চ মেয়াদ হল ১ বছর এবং সর্বনিম্ন মেয়াদ হল ০৭  দিন এই নির্দেশমালা প্রধান করে বাংলাদেশ ব্যাংক। সাধারণত ডিসকাউন্ট রেটে ইস্যু করা হয়ে থাকে কমার্শিয়াল পেপারে। 

রেপো ও রিভার্স রেপো

রেপো হলো বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্প মেয়াদী সুদে যেই ঋণ নেয় আর রিভার্স রেপো হলো বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের অর্থ বা সম্পদ বাংলাদেশ ব্যাংকে রেখে যে হারে সুদ পায় । আমরা সংক্ষেপে বলতে বুঝি রেপো হল যে হারে সুদে ঋণ দেয় আর রিভার্স রেপো হলো যেই হারে সুদ পায় বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো। 

আশাকরি  আমানত সার্টিফিকেট, ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার,  রেপো রিভার্স রেপো সম্পর্কে আপনাদের ধারণা দিতে পেরেছি।  এগুলো সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা পরবর্তীতে এইগুলো সম্পর্কে বিস্তারিত নিয়ে কোন আর্টিকেল পাবলিশ করব।

মানিমার্কেট ও মুদ্রাবাজার

মানি মার্কেট বা মুদ্রাবাজার হল স্বল্পমেয়াদী বিশ্বব্যাপী ঋণ  আদান ও প্রদানের একটি ক্ষেত্র। একটি দেশের অর্থনৈতিক খাতে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে মানি মার্কেট বা মুদ্রাবাজার।  উপরে আমরা – মুদ্রাবাজার বা মানি মার্কেট সম্পর্কে বিস্তারিত জেনেছি।

এবং মানি মার্কেট কাকে বলে  ও কত প্রকার কি কি এবং মানি মার্কেট বা মুদ্রা বাজারের উপাদানসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এই সম্পর্কে যদি অন্য কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

জমির দলিল দিয়ে ব্যাংক লোন

জমির দলিল দিয়ে ব্যাংক লোন নেয়ার সহজ পদ্ধতি

মর্টগেজ বা বন্ধকী লোন। জমির দলিল দিয়ে ব্যাংক থেকে যেই লোন নেয়া হয় তাকে মর্টগেজ …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।