বর্তমানে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রেডমি কোম্পানি খুব শীঘ্রই বাজারে 5জি নতুন স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে রেডমির নতুন 5জি ফোন কবে লঞ্চ হবে এবং দাম কত এবং কি কি থাকবে এই নতুন ফোনটিতে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা।
রেডমির নতুন 5জি ফোন
সম্প্রতি ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী জনপ্রিয় মোবাইল ব্যান্ড রেডমি কোম্পানি খুব শীঘ্রই বাজারে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে । স্মার্টফোনটি ইন্টারনেট স্প্রিড থাকবে 5জি এবং ফোনটি গেমিং এর জন্য বেশ ভালো হবে। জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি রেডমি তাদের ব্যবহারকারীদের জন্য সব সময় নতুন নতুন মডেলের স্মার্টফোন নিয়ে আসে ঠিক সম্প্রতি রেডমি কম্পানি -K- সিরিজের নতুন একটি স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে চলুন সে ফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
Redmi কোম্পানির নতুন ফোন
জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড রেডমি কোম্পানি -K- সিরিজের নতুন একটি স্মার্টফোন বাজারে এনেছে ফোনটির মডেল হল K50i এই ফোনটির হাত ধরে আবার ভারতে রেডমির -K- সিরিজের ফোন ফিরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সোশ্যাল মিডিয়ায় টিজার প্রকাশ এর মাধ্যমে। সম্ভাব্য এই ফোনটির মডেল নাম্বার 220412161 শাওমি ডিভাইস ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এর অনুমোদন লাভ করে রেডমি K50i মডেলের 5জি এই ফোনটি ভারতে লঞ্চ হবে বলে জানানো হয়েছে।
কবে লঞ্চ হবে Redmi K50i 5G এই ফোনটি
সম্প্রতি ভারতে লঞ্চ হতে যাচ্ছে রেডমি কোম্পানির K50i মডেলের নতুন একটি স্মার্টফোন। রেডমি কোম্পানি এই তথ্য নিশ্চিত করেন সোশ্যাল মিডিয়ায় একটি টিজার প্রকাশের মাধ্যমে – তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ জানা যায়নি এই ফোনটি লঞ্চ হবার চলতি মাসের শেষের দিকে ফোনটি লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে। abplive এর পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি জুলাই মাসের 22 তারিখের পর থেকে বাজারে পাওয়া যাবে। ভারতে প্রথম কলকাতায় লঞ্চ হতে চলেছে রেডমি কোম্পানির এই নতুন ফোনটি।রেডমির নতুন 5জি ফোন কবে লঞ্চ হবে এবং দাম কত তা এখন পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। বাংলাদেশ এই ফোনটি কবে লঞ্চ হবে এ সম্পর্কে কোন তথ্য এখন পর্যন্ত অফিশিয়াল ভাবে জানানো হয়নি তবে আমরা আশা করছি ভারতে লঞ্চ হওয়ার কিছু দিনের মধ্যেই বাংলাদেশ এই ফোনটি লঞ্চ হতে পারে।
রেডমি K50i 5G ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন
এই ফোনটিতে ইন্টারনেট স্পিড থাকবে 5G এবং ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5080mAh এর বড় একটি ব্যাটারি, এটি গেমারদের জন্য খুব ভালো একটি স্মার্টফোন বড় ব্যাটারি ব্যবহারের কারণে অনেক সময় ধরে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এর চার্জিং সিস্টেম 67W অতি দ্রুত ফোনটিতে সম্পূর্ণ চার্জ হবে, এবং ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6-8 GB Ram ও 128 GB Rom, ফোনটির ডিসপ্লের সাইজ হল 6.6 inc বড় ডিসপ্লে, ফোনটির সামনে ক্যামেরা ব্যবহার করা হয়েছে 16 MP এর ক্যামেরা যার ফলে ব্যবহারকারীরা খুব সুন্দর ভাবে সেলফি তুলতে পারবে এবং ফোনটির পিছনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে 64 MP ও 8 MP আল্ট্রা ওয়াইড লেন্স ও 2 MP ম্যাক্রো লেন্স, এই তিনটি ক্যামেরা দ্বারা গঠিত এই ফোনটির ক্যামেরা ইউনিট – রেডমির এই ফোনটি ধারা আমরা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারব।
Redmi K50i 5G Full Specifications
Network | 2G,3G,4G,5G LTE-A |
Display | 6.6 inc. 1080*2460 pix Resolution |
Os | Android 12, MIUI 13 |
Chipset | MediaTek Dimensity 8100 (5nm) |
GPU | Mali-G610 MC6 |
CPU | Octa-core |
RAM – ROM | (6-8) – (128) |
Back Camera | Triple 64MP wide + Ultra wide 8MP + macro 2 MP |
Font Camera | 16 MP wide |
Battery | Li-Po 5080 mAh (non removable) |
Charging | 67 W Fast Charging |
Colour | Blue,Gray,Black |
Model | Xiaomi K50i |
Xiaomi K50i ফোনটি কেমন হবে এবং এর দাম কত
রেডমি কোম্পানির এই নুতন ফোনটি আমার কাছে বেশ ভালই লেগেছে এই ফোনটি থেকে ভালো গেমিং করা যাবে এবং এর ব্যাটারি পারফরম্যান্স অসাধারণ, ও ফোনটিতে রয়েছে 64 – 16 মেগাপিক্সেলের ক্যামেরা এক কথায় বলতে গেলে ফোনটির স্পেসিফিকেশন আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। ফোনটির সম্ভাব্য দাম হল ভারতে 21,990 Rs . এবং বাংলাদেশ 25,990 টাকার মত হতে পারে । Xiaomi K50i সঠিক দাম এখন পর্যন্ত জানা যায় নি এই লেখাটির মাধ্যমে আপনাদের মাঝে আলোচনা করলাম রেডমির নতুন 5জি ফোন কবে লঞ্চ হবে এবং দাম কত টাকা এই সম্পর্কে।