আমরা সকলেই অবগত আছি বর্তমানে করণা টিকা দেয়া হচ্ছে। করণা টিকা দেওয়ার জন্য প্রথমে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, কিভাবে জন্ম নিবন্ধন দিয়ে করোনা টিকা রেজিস্ট্রেশন করবেন সে সম্পর্কে এই লেখাটিতে আমরা বিস্তারিত আলোচনা করব।
করোনার টিকা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করার নিয়ম
যারা করোনার টিকা দেয়ার চাচ্ছেন তাদেরকে অবশ্যই পুর্বে অনলাইন থেকে করণা টিকা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করে নিতে হবে। আপনারা চাইলে তিনটি ডকুমেন্ট দিয়ে করনা টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।
- জাতীয় পরিচয় পত্র
- জন্ম নিবন্ধন সনদ
- পাসপোর্ট
এই লেখাটিতে আমরা আলোচনা করব জন্ম নিবন্ধন দিয়ে করোনা টিকা রেজিস্ট্রেশন করার নিয়ম সম্পর্কে। আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের এখনো ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র হয়নি তারা চাইলে জন্ম নিবন্ধন সনদ দিয়ে করণা টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।
জন্ম নিবন্ধন দিয়ে করোনার টিকা রেজিস্ট্রেশন এর পদ্ধতি
আমরা যদি করণা টিকা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে চায় তাহলে প্রথমে আমাদেরকে সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে আপনারা সুরক্ষা এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন, এর পরে ওখান থেকে “ভ্যাকসিনের জন্ম নিবন্ধন করুন” এই অপশনে ক্লিক করে “জন্ম নিবন্ধন সার্টিফিকেট” সিলেক্ট করুন।
অথবা আপনারা https://surokkha.gov.bd/enroll/birth-registration?s=1 এখান থেকে সরাসরি প্রবেশ করতে পারেন। আপনারা এই লিংক থেকে কপি করে নিয়ে কোন ব্রাউজারে পেস্ট করে অথবা সরাসরি লিঙ্কে চাপ দিলে নিচের ছবির মত একটা ওয়েব পেজ দেখতে পাবেন।
এখান থেকে সবার প্রথমে আপনারা আপনাদের জন্ম নিবন্ধন নাম্বার এবং এর ডান সাইডে আপনাদের জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী জন্ম তারিখ সঠিকভাবে বসিয়ে দিন। নিচে একটি ক্যাপচা দেখতে পাবেন এটি কে সঠিকভাবে পূরণ করুন (উপরে দেখানো সংখ্যাগুলো নিচের ফাকা বক্সে বসান) এরপরে “ যাচাই করুন” এর উপরে ক্লিক করুন।
যাচাইয়ের উপর ক্লিক করার সাথে সাথে আপনারা উপরের ছবির মত ওয়েব পেজে চলে আসবেন এখানে সর্বপ্রথম আপনার দেওয়া জন্ম নিবন্ধন অনুযায়ী নাম দেখাবে। এবং তার সাইডে থাকা মোবাইল নাম্বার অপশনে আপনার একটি সচল মোবাইল নাম্বার বসিয়ে দিন। ওই নাম্বারে ওটিপি কোড পাঠানো হবে।
এবং নিচে দেখতে পাবেন “বর্তমান ঠিকানা” আপনারা যেই ঠিকানায় ভ্যাকসিন নিতে চান সেই ঠিকানা সঠিকভাবে পূরণ করুন। (বিভাগ – জেলা – উপজেলা/ সিটি কর্পোরেশন – ইউনিয়ন/ পৌরসভা- ওয়ার্ড)
এগুলো সঠিক ভাবে বসিয়ে দিন এবং নিচে আপনি যে কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে ইচ্ছুক সেটিকে সিলেক্ট করুন।
তবে কেন্দ্র সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিকটস্থ এমন একটি কেন্দ্র সিলেক্ট করতে হবে যেখানে টিকা নেওয়ার জন্য তেমন জনসমাগম নেই, তাহলে আপনারা দ্রুত টিকা নিতে পারবেন। উপরের তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে নিচে “সংরক্ষণ করুন” এর উপর ক্লিক করুন।
এখান থেকে আপনারা আপনাদের দেয়া মোবাইল নাম্বারটি দেখতে পাবেন এবং ভিডিওতে একটি ফাঁকা বক্স দেখতে পাবেন এখানে আপনাকে ওটিপি কোড বসাতে হবে। আপনি উপরে যে নাম্বারটি দিয়ে এসেছেন ওই নাম্বারে এসএমএস এর মাধ্যমে একটি ওটিপি কোড পাঠানো হবে সেটিকে এখানে বসিয়ে দিন। এরপরে “নিবন্ধন সম্পন্ন করুন” এর উপরে চাপ দিন।
আপনার নিবন্ধটির সম্পন্ন করা হয়েছে। এরপরে আপনার প্রদত্ত নাম্বারে এসএমএস এর মাধ্যমে ভ্যাকসিন গ্রহণের তারিখ ও স্থান জানিয়ে দেওয়া হবে। আপনি কখন এবং কোথায় করণা টিকা গ্রহণ করিবেন তা আপনাকে এসএমএস করে জানিয়ে দিবে।
টিকা গ্রহণের সময় যেসকল ডকুমেন্টস এর প্রয়োজন
- আপনি যেই ডকুমেন্টস দিয়ে করোনার টিকা রেজিস্ট্রেশন করেছেন তার মেইন কপি সাথে নিয়ে যেতে হবে। ( আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে করোনা টিকা রেজিস্ট্রেশন করেন তাহলে আপনাকে জন্ম নিবন্ধন সনদের মেইন কপি সাথে নিয়ে যেতে হবে)
- টিকা কার্ড ডাউনলোড করে সেটিকে প্রিন্ট করে সাথে করে নিয়ে যেতে হবে। (টিকা কার্ড কিভাবে ডাউনলোড করবেন সে সম্পর্কে নিচে বর্ণনা করা হয়েছে)
- আপনার নাম্বারে এসএমএস এর মাধ্যমে ঠিকানা জানিয়ে দেওয়া হবে ওই এসএমএস সহ মোবাইল ফোনটি সাথে করে নিয়ে যেতে হবে।
টিকা কার্ড ডাউনলোড করার নিয়ম
করোনার ভ্যাকসিন দিতে যাওয়ার পূর্বে অবশ্যই আমাদের টিকার কার্ড ডাউনলোড করে সাথে করে নিয়ে যেতে হবে। টিকা কার্ড ডাউনলোডের জন্য আপনারা সরাসরি নিচের লিঙ্কে চাপ দিয়ে অথবা লিংকটি কপি করে আপনাদের ডিভাইসের যেকোন ব্রাউজারে পেস্ট করুন https://surokkha.gov.bd/vaccine-card
এখান থেকে প্রথমে আপনাকে “জন্ম নিবন্ধন সার্টিফিকেট” সিলেক্ট করতে হবে। এরপরে উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী এই ফরমটি পূরণ করে “যাচাই করুন” এর উপরে ক্লিক করুন। এরপরেই নতুন একটি ইন্টারফেস শো হবে এবং আপনাদের নাম্বারে একটি ওটিপি কোড যাবে সেই কোড টিকে থাকা বক্সে বসিয়ে দিয়ে “ভ্যাকসিন কার্ড ডাউনলোড” এর উপরে ক্লিক করুন।
৫-১০ সেকেন্ড লোড নেওয়ার পরে আপনাদের সামনে টিকার কার্ড টি চলে আসবে আপনারা চাইলে এটিকে পিডিএফ ফাইল হিসেবে সেভ করে রাখতে পারেন এবং চাইলে এখান থেকে সরাসরি এটিকে প্রিন্ট করে বের করতে পারেন। সরাসরি টিকা কার্ডটি ডাউনলোড করার জন্য উপরে থাকা “ভ্যাকসিন কার্ড ডাউনলোড” এর উপরে চাপ দিন।
অনলাইন থেকে জন্ম নিবন্ধন যাচাই পদ্ধতি
অন্যান্য ডকুমেন্ট দিয়ে করোনার টিকা রেজিস্ট্রেশন
সাধারণত তিন ধরনের ডকুমেন্টস দিয়ে করোনার টিকা রেজিস্ট্রেশন এর জন্য আবেদন করা যায় – ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, পাসপোর্ট । আমরা উপরে শুধুমাত্র জন্ম নিবন্ধন সনদ দিয়ে করোনার টিকেট রেজিস্ট্রেশন করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি ।
আপনারা যদি জন্ম নিবন্ধন সনদ বাদে অন্য ডকুমেন্ট দিয়ে করোনার টিকা নিতে চান বা রেজিস্ট্রেশন করতে চান তাহলে একই পদ্ধতিতে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে সাধারণত ভোটার আইডি কার্ড ও জন্ম নিবন্ধন সনদ দিলেন বেশিরভাগ করোনার টিকা রেজিস্ট্রেশন করা হয়।
সুরক্ষা মোবাইল অ্যাপস ডাউনলোড
আমরা যারা মোবাইল ব্যবহার করে করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন করতে চাচ্ছি আপনারা চাইলে খুব সহজেই প্লে স্টোর থেকে সুরক্ষা মোবাইল অ্যাপ ডাউনলোড করে করোনার টিকা রেজিস্ট্রেশন এর জন্য আবেদন করতে পারেন। সুরক্ষা এবং করোনার টিকা সম্পর্কে যদি কোন তথ্য জানার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন।