বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আর্থিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে ১৯৯৬ সালে বাংলাদেশ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক এর যাত্রা শুরু হয়। এই লেখাটিতে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক লোন সম্পর্কিত বিস্তারিত তথ্য আলোচনা করা হবে।
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক মূলত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে যাত্রা শুরু করে কিন্তু পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুসরণ করে কৃষি উৎপাদন ও কৃত্রিম প্রজনন এবং দুগ্ধ উৎপাদন, কৃষি ও পল্লীর ঋণ সহজ বিভিন্ন খাতে লোন প্রদান করে।
দীর্ঘদিন যাবত এই ব্যাংক বাংলাদেশের প্রায় সকল জেলায় বিশ্বস্ততার সাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে লোন নেয়ার পাশাপাশি থাকতে ডিপিএস সুবিধা সহ অন্যান্য সকল ব্যাংকিং সেবা। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ঋণ সম্পর্কিত বিস্তারিত তথ্য এই লেখাটিতে আলোচনা করা হয়েছে।
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার কারণ ও এর সেবা সমূহ
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক মূলত বাংলাদেশের গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও আনসারদের জীবন যাত্রার মান উন্নয়ন এবং তাদের বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে যাত্রা শুরু করে কিন্তু পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুসারে উক্ত প্রতিষ্ঠানটি বিভিন্ন খাতে লোন প্রদান করে।
বাংলাদেশ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের মিশন হল আনসার ও ব্যাটেলিয়ান তথা গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশাল এক জনগোষ্ঠীর তাদের ব্যাংকিং সেবার আওতায় আনা। ও শেয়ার ক্রয়ের মাধ্যমে ব্যাংকের মূলধন বৃদ্ধি করা। এটি বাংলাদেশের রাষ্ট্রমালিকানাধীন বিশেষায়িত ব্যাংক। এছাড়াও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের সাথে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক জড়িত।
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক লোন
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে লোন গ্রহনের জন্য প্রথমে আপনার নিকটস্থ ব্যাংক শাখায় যোগাযোগ করুন এবং ওখানে কর্মরত ব্যাংক ম্যানেজার অথবা লোন কর্মকর্তার সাথে যোগাযোগ করে লোন নেয়ার ফরম সংগ্রহ করুন। যথাযথভাবে উক্ত ফর্মটি সংগ্রহ করে – পূরণ করে ব্যাংকে জমা দিয়ে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে লোন গ্রহণ করতে পারবেন।
বর্তমান সময়ে প্রায় ৩৪ টি খাতে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে লোন প্রদান করে। এই লেখাটিতে উক্ত খাতাগুলো সম্পর্কে জানানো হবে এবং সাধারণত যে সকল খাতে বেশিরভাগ লোন গ্রহণ করা হয় তা আলোচনা করা হবে। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে লোন ক্রয়ের জন্য প্রথমে ব্যাংকের শেয়ার ক্রয় করতে হবে।
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে লোন গ্রহনের পদ্ধতি হলঃ
১ | উপজেলা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক কর্মকর্তার কাছে প্লাটুন সনদ গ্রহণের আবেদন করুন। |
২ | নীতিমালা মোতাবেক প্লাটুনভুক্ত করা। |
৩ | প্লাটুনভুক্ত হয়েছে কিনা যাচাই। |
৪ | উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার প্লাটুন সনদ প্রদান। |
৫ | আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের একটি শেয়ার ক্রয়। |
৬ | ব্যাংক থেকে লোন প্রাপ্তির ফরম সংগ্রহ ও পূরণ করে ফরম জমা দেওয়া। |
৭ | নির্দিষ্ট সময়ে ব্যাংক থেকে লোনের টাকা উত্তোলন বা সংগ্রহ। |
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ঋণ প্রডাক্টসমূহের নাম
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে এখন পর্যন্ত মোট ৩৪টি ঋণ প্রডাক্ট মাঠ পর্যায়ে জারি করা হয়েছে। সেই ঋণপ্রোডাক্ট গুলি হলঃ
- ক্ষুদ্র ঋণ।
- কৃষিভিতিক শিল্পে অথবা ব্যবসায় নগদ ঋণ।
- গবাদি পশু ও গাভী পালন ঋণ।
- নারী কর্মসৃজন ঋণ।
- এসএমই খাতের চালিত মূলধন ও ব্যবসায় নগদ লোন প্রদান।
- আনসার বাহিনী ও উক্ত ব্যাংকে কর্মরত কর্মকর্তাদের বাড়ি একটি খামার সম্পৃক্ত সম্মিলিত কৃষি লোন।
- গ্রামীন পরিবহন ঋণ (অটোরিকশা- রিক্সা ইত্যাদি)
- পার্সোনাল ঋণ।
- হালকা যানবহন ক্রয় ঋণ।
- ক্যাশ ক্রেডিট নগদ ঋণ।
- কম্পিউটার ঋণ।
- পোল্ট্রি/ বয়লার/ লেয়ার ঋণ।
- গরু মোটাতাজাকরণ ঋণ।
- কৃষি কাজের যন্ত্রপাতি ক্রয়ের ঋণ।
- আনসার ভিডিপি সদস্য হোম লোন প্রদান।
- আনসার ভিডিপি প্রণোদনা কৃষিভিত্তিক উন্নয়ন ঋণ।
- সৌর বিদ্যুৎ স্থাপনা ঋণ।
- আনসার অফিসার হোম লোন।
- অঙ্গিভুত আনসার ঋণ।
- প্রবাস গমন ঋণ।
- আনসার সদস্যদের মোটরসাইকেল ক্রয়ের ঋণ।
- Ansar VDP Alo-by Solaric (AVAS) প্রকল্পের মাধ্যমে M-IPS ঋণ।
- দ্বিগুণ আমানত বৃদ্ধির প্রকল্পের বিপরীতে ঋণ।
- লাখপতি ডিপোজিট স্কিমের বিপরীতে ঋণ।
- মৎস্য চাষ ঋণ।
- বায়োগ্যাস প্লান্টুন ঋণ।
- উত্তরণ ঋণ।
- হিল আনসারদের বাড়ি ও একটি কৃষি খামার সম্মিলিত কৃষি ঋণ।
- এস ডি পি এস হিসেবের স্থিতির বিপরীতের ঋণ।
- ভাষা শহীদ আব্দুল জব্বার ও আনসার ভিডিপি স্কুলের এবং কলেজের শিক্ষকদের ও কর্মচারীদের একটি বাড়ি ও একটি খামার সম্মিলিত কৃষি ঋণ।
- স্থায়ী আমানতের বিপরীতে ঋণ।
- ২০০ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের তাহবিলের কৃষি ও পল্লী ঋণ।
- দুগ্ধ উৎপাদন এবং কৃত্রিম প্রজনন খাতে পূর্ণ অর্থায়ন স্কিম ঋণ।
- অস্থায়ী আনসারদের একটি বাড়ি একটি খামার সম্মিলিত কৃষি ঋণ।
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ঋণ সম্পর্কিত তথ্য
বাংলাদেশ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ঋণ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানার জন্য https://ansarvdpbank.portal.gov.bd/ এই লিংকে ক্লিক করে “সেবা সমূহ” মেনুতে প্রবেশ করুন। এখান থেকে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার বিষয়ক সেবা ও ঋণখাত সমূহ এবং আমানত সমূহ সম্পর্কে জানতে পারবেন।
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ঋণ সেবা সমূহ হলোঃ
- নিজস্ব অর্থায়নে ঋণ সেবা।
- বাংলাদেশ ব্যাংকের অর্থায়নের ঋণ সেবা।
- বিশেষ ঋণ সেবাসমূহ।
- এসএসই ঋণ সেবাসমূহ
এই ঋণ সেবা গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো। কৃষি ব্যাংক থেকে লোন নেয়ার পদ্ধতি।
নিজস্ব অর্থায়নে ঋণসেবা সমূহ
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের নিজস্ব অর্থায়নের ঋণ সেবা সমূহ –
ক্রমিক | ঋণের খাতসমূহ | ঋণের সিলিং |
১ | ক্ষুদ্র ঋণ | ৫০,০০০ টাকা |
২ | নারী কর্মসৃজন ঋণ | ৫,০০,০০০ টাকা |
৩ | কম্পিউটার ঋণ | ৭৫,০০০ টাকা |
৪ | গবাদিপশু ও গাভী পালন | ১০,০০,০০০ টাকা |
৫ | হালকা যানবহন ক্রয় ঋণ | ১০,০০,০০০ টাকা |
৬ | এসএসই খাতে চলতি মূলধন ও ব্যবসায় নগদ ঋণ | ১০,০০,০০০ টাকা |
৭ | একটি বাড়ি একটি খামার সম্মিলিত কৃষি ঋণ | ৩০,০০,০০০ টাকা |
বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ঋণ সেবাসমূহ
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ঋণ সেবা সমূহ –
ক্রমিক | ঋণের খাতসমূহ | ঋণের সিলিং |
১ | আমার বাড়ি আমার খামার | ১০,০০,০০০ টাকা |
২ | কৃষি ঋণ | ১০,০০,০০০ টাকা |
৩ | দুগ্ধ উৎপাদন এবং কৃত্রিম প্রজনন খাতে পুনঃঅর্থায়ন স্কীম ঋণ | ২,০০,০০০ টাকা |
৪ | ক্ষুদ্রঋণ | ১,০০,০০০ টাকা |
বিশেষ ঋণ সেবা সমূহ
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিশেষ ঋণ সেবা সমূহ –
ক্রমিক | ঋণের খাতসমূহ | ঋণের সিলিং |
১ | হিল আনসার একটি বাড়ি এবং একটি খামার সমন্বিত কৃষি ঋণ | ১,৫০,০০০ টাকা |
২ | ভাষা শহীদ আব্দুল জব্বার ও আনসার ভিডিপি স্কুলের এবং কলেজের শিক্ষকদের ও কর্মচারীদের একটি বাড়ি ও একটি খামার সম্মিলিত কৃষি ঋণ | ২,০০,০০০ টাকা |
এসএসই ঋণ সেবাসমূহ
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের এসএসই ঋণ সেবাসমূহ –
একটি বাড়ি একটি খামার |
শেষ কথা –
এছাড়াও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক সম্পর্কিত যেকোনো তথ্য জানতে ভিজিট করুন ansarvdpbank.portal.gov.bd তাদের অফিসিয়াল ওয়েবসাইটে।
FAQs – এই বিষয়ে সাধারণ কিছু প্রশ্ন উত্তর
আনসার ভিডিপি ব্যাংক লোন পাওয়ার পদ্ধতি – এই লেখাটিতে আলোচিত বিষয় সমূহের মধ্যে থেকে সাধারণ কিছু প্রশ্ন এবং তার উত্তর।
বাংলাদেশ আনসার ভিডিপি ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য প্রথমে নিকটস্থ ব্যাংক শাখায় যোগাযোগ করে ব্যাংক লোন কর্মকর্তা থেকে লোন আবেদন ফরম নিয়ে যথাযথভাবে ফর্মটি পূরণ করে ব্যাংক শাখায় জমা দিন। এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলুন।
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করতেansarvdpbank.portal.gov এই লিংকে ক্লিক করুন অথবা ব্রাউজারে গিয়ে সার্চ করুন ansarvdpbank লিখে।
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক শেয়ার সম্পর্কিত তথ্য জানতে “Bank share” এখানে ক্লিক করুন।
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক অ্যাপস ডাউনলোড করতে সরাসরি গুগল প্লেস্টোরে গিয়ে সার্চ করুন Ansar & VDP URP লিখে Search করুন। গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে এই অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন।
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক হেল্পলাইন নাম্বার হলো 01312334408 অথবা 01312556609 । আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক সম্পর্কিত কোন তথ্যের জন্য অথবা অভিযোগ জানানোর জন্য উক্ত নাম্বারে যোগাযোগ করুন।