রবিবার , ডিসেম্বর 22 2024
bnen
Breaking News

শাহজালাল ইসলামী ব্যাংক লোন – Shahjalal Islami Bank Loan

বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় ব্যাংক হল শাহজালাল ইসলামী ব্যাংক (SJIBL) দীর্ঘদিন যাবত এই ব্যাংকটি বিশ্বস্ততার সাথে গ্রাহকদের সেবা দিয়ে আসছে। শাহজালাল ইসলামী ব্যাংক লোন প্রক্রিয়া এজেন্ট ব্যাংকিং সম্পর্কে এই লেখাটিতে বিস্তারিত আলোচনা করা হবে।

কোন ব্যাংকের লোন নেওয়ার পূর্বে ওই ব্যাংক সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া শ্রেয়। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ ব্যাংকিং মার্কেটে শাহ্জালাল ইসলামী ব্যাংক (SJIBL) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবং এই ব্যাংকের সকল কার্যক্রম শরীয়াহ মোতাবেক পরিচালিত হয়।

শাহজালাল ইসলামী ব্যাংক হল একটি প্রাইভেট (Non-Government) ব্যাংকিং প্রতিষ্টান। বাংলাদেশের অধিকাংশ জেলায় এই ব্যাংকের শাখা গড়ে উঠেছে। এছাড়াও শাহজালাল ইসলামী ব্যাংক (SJIBL) বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে জড়িত। চলুন Shahjalal Islami Bank Loan সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।

শাহ্জালাল ইসলামী ব্যাংক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

শাহজালাল ইসলামী ব্যাংক (SJIBL) এর যাত্রা শুরু হয় ২০০১ সালের ১০ই মে। এই ব্যাংকটি শরিয়া মোতাবেক পরিচালিত হয়। SJIBL ব্যাংকটি একটি প্রাইভেট ব্যাংক। এই ব্যাংকটি বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের সাথে জড়িত। যেমনঃ

  • দুর্গত এলাকা সমূহ খাদ্যদ্রব্য বিতরণ।
  • সম্বলহীন ও দুঃস্থ মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।
  • মেধাবী দরিদ্র ছাত্রদের আর্থিক সাহায্য।

এছাড়াও অনেক উন্নয়নমূলক কাজের সাথে জড়িত।  শাহ্জালাল ইসলামী ব্যাংক পল্লী শাখার মাধ্যমিক কৃষি উন্নয়ন ও শিল্প স্থাপনে আর্থিক সহায়তা প্রদান করে আসছে। শিল্প ও কৃষি ক্ষেত্রে বিনিয়োগ এর একমাত্র কারণ দেশ ও মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখা। সহজে ডাচ বাংলা ব্যাংক একাউন্ট দেখার নিয়ম।

শাহজালাল ইসলামী ব্যাংক লোন

শাহজালাল ইসলামী ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য https://sjiblbd.com/ এই ওয়েবসাইটে প্রবেশ করুন এবং এখানে একাউন্ট করে অনলাইনের মাধ্যমে ইন্টারনেট মোবাইল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক লোন এর জন্য আবেদন করতে পারবেন।

শাহজালাল ইসলামী ব্যাংক (SJIBL) থেকে লোন নেয়ার জন্য আপনার নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন। বর্তমানে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় শাহজালাল ইসলামী ব্যাংক (SJIBL) এর শাখা গড়ে উঠেছে। কয়েক বছর ধরে এই ব্যাংকটি আমানত সংগ্রহের তুলনায় অনেক বেশি ঋণ দিচ্ছে।

শাহজালাল ইসলামী ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য অবশ্যই ন্যূনতম মাসিক ইনকাম ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা হতে হবে। এবং বয়স ১৮ বছর থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে। আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণের টাকা পরিশোধ করতে না পারেন সেক্ষেত্রে বিলম্বিত টাকার উপরে ২% সুদ ধরা হবে।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের লোনের পরিমাণ ও সময়কাল

Shahjalal Islami Bank Loan এর পরিমাণ হল সর্বোচ্চ ৫ লক্ষ টাকা এবং সর্বনিম্ন ১ লক্ষ টাকা। শাহজালাল ইসলামী ব্যাংক (SJIBL) থেকে সর্বোচ্চ ৫ বছর মেয়াদী লোন নিতে পারবেন এবং সর্বনিম্ন ১ বছর মেয়াদী লোন নিতে পারবেন।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের একটি খারাপ দিক হলো এই ব্যাংকে ক্ষুদ্র লোন দেওয়া হয় না। তবে ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী কিছুদিনের মধ্যে এই ব্যাংকটি ক্ষুদ্র লোন সেবা চালু করবে। শাহ্জালাল ইসলামী ব্যাংকের সর্বনিম্ন লোন পরিমাণ হলো ১ লক্ষ টাকা। বাংলাদেশ থেকে অনলাইনে লোন নেয়ার উপায়।

শাহজালাল ইসলামী ব্যাংকের সুদের হার

শাহজালাল ইসলামী ব্যাংকের সুদের হার হলো ১৫% থেকে ১৭% এবং ৮% থেকে ৯%। বাসা বাড়ি বানানোর ক্ষেত্রে শাহজালাল ইসলামী ব্যাংকের সুদের হার হল  ১৫%- ১৭% এবং পার্সোনাল লোনের ক্ষেত্রে ৮%-৯% আরে সুদ/মুনাফা দিতে হবে।

সাধারণত শাহজালাল ইসলামী ব্যাংক (SJIBL) এর ক্ষেত্রে যদি আপনি বাসাবাড়ি বানানোর জন্য লোন নেন সেক্ষেত্রে আপনাকে ১৫%- ১৭% হারে সুদ প্রদান করতে হবে। এবং আপনি যদি পার্সোনাল লোন নেন সেক্ষেত্রে ৮%-৯% হারে সুদ প্রদান করতে হবে। শাহজালাল ইসলামী ব্যাংকে পার্সোনাল লোন এর থেকে বাসা বাড়ি তথা হাউজহোল্ড ডিউরেবল লোনে সুদের হার বেশি।

শাহজালাল ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

ঘরে বসে শাহ্জালাল ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার জন্য সর্বপ্রথম গুগল প্লে-স্টোর থেকে SJIBL NET এই এপ্লিকেশনটি ইন্সটল করতে হবে। অ্যাপের মধ্যে প্রবেশ করে Digital A/C Opening এর উপরে ক্লিক করুন। এরপরে Agree বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে SJIBL একাউন্ট খুলতে পারবেন।

শাহজালাল ইসলামী ব্যাংক লোন

শাহজালাল ইসলামী ব্যাংকে (SJIBL) অ্যাকাউন্ট খোলার জন্য নিচে দেখানো পদ্ধতি যথাক্রমে ফলো করুন।

  • সর্বপ্রথম গুগল প্লে-স্টোর থেকে SJIBL NET এই এপ্লিকেশনটি ইন্সটল করে নিবেন।
  • অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করার পরে একাউন্ট ক্রিয়েট করার জন্য Digital A/C Opening অপশনে ক্লিক করুন।
  • এখান থেকে সার্ভিস একাউন্ট সিলেক্ট করুন। বর্তমানে শুধুমাত্র Mudaraba Saving Account (MSD) ওপেন করতে পারবেন। এটি ওপেন করার জন্য Mudaraba Saving Account  লেখার উপরে ট্যাপ করুন।
  • এখানে অ্যাকাউন্ট সম্পর্কিত কিছু তথ্য দেখানো হবে একাউন্ট এর সুবিধা এবং মুনাফাসহ বিস্তারিত, এগুলো ভালোভাবে পড়ে Proceed বাটনে ক্লিক করুন।
  • এরপরে আপনাদেরকে একটি Terms and Conditions দেওয়া হবে, টার্মস এন্ড কন্ডিশন ভালোভাবে পড়ে Agree বাটনে ক্লিক করুন।
  • এরপরে Branch & Account Type অপশন এ ক্লিক করে যথাক্রমে আপনার Division এবং District, Bank Branch ও e-KYC type সিলেক্ট করবেন। এরপরে আপনাদের একটি বিজ্ঞপ্তি দেখানো হবে,  বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে Ok বাটনে ক্লিক করবেন। এবং সিলেক্ট করা তথ্যগুলো সাবমিট করার জন্য Submit বাটনে ক্লিক করুন।
  • পরবর্তীতে আপনাকে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে। Verify Mobile no. অপশনে আপনার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বসিয়ে Send OTP বাটনে ক্লিক করুন। এরপরে আপনার মোবাইল নম্বরে একটি ৬ ডিজিটের কোড আসবে। কোডটি বসিয়ে Submit বাটনে ক্লিক করুন।
  • আমাদের মোবাইল নাম্বার ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ এখন ন্যাশনাল আইডি কার্ড তথা ভোটার আইডি কার্ড ভেরিফাই করতে হবে।
  • NID কার্ড ভেরিফাই করার জন্য National id Verify NID এই অপশনে ক্লিক করার পরে কিছু নির্দেশনা দেখানো হবে। নির্দেশনা গুলো সঠিক ভাবে পরে Ok করুন।
  • উত্তর নির্দেশনায় দেখানো হয়েছে কিভাবে আপনারা ভোটার আইডি কার্ডের ছবি তুলে আপলোড করবেন। অবশ্যই ছবিগুলো পর্যাপ্ত আলোতে তুলতে হবে এবং আলোর কোন প্রকার রিফ্লেকশন রাখা যাবে না এবং সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে। সম্পূর্ণ NID কার্ড ফ্রেমের মধ্যে রাখতে হবে, ইত্যাদি। এগুলো ভালোভাবে পড়ে নিবেন-
  • এরপরে যথাক্রমে NID কার্ডের সামনের অংশ ও পিছনের অংশের ছবি তুলে Submit করবেন।
  • এরপরে Photo অপশন থেকে এনআইডি কার্ড অনুযায়ী আপনার ছবি সাবমিট করবেন। অবশ্যই ছবিগুলো স্পষ্ট এবং সুন্দর হতে হবে।
  • এরপরে Additional Info থেকে যথাক্রমে আপনার পিতা-মাতার নাম এই জাতীয় তথ্য গুলো আপলোড করতে হবে।
  • পরবর্তীতে Nominee অপশন থেকে আপনি যাকে নমিনি অ্যাড করতে চাচ্ছেন তার নাম ছবি এবং NID কার্ড নাম্বার এবং তাকে অবশ্যই 100% রাখবেন।
  • এরপরে Services অপশন থেকে আপনি একাউন্টের সাথে শাহজালাল ইসলামী ব্যাংক থেকে যেসকল সেবাগুলো নেওয়ার চাচ্ছেন সেগুলো এড করবেন। ( কার্ড, চেকবই, ইন্টারনেট ব্যাংকিং) কার্ড এবং চেক বই নেয়ার জন্য অবশ্যই সার্ভিস ফি দিতে হবে এবং একাউন্টের সাথে মেসেজ এলার্ট ফি যুক্ত হবে।
  • এরপরে Signature অপশন থেকে আপনার সিগনেচার যুক্ত করে শাহ্জালাল ইসলামী ব্যাংকে আপনার একাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন।

উপরে আমরা শাহ্জালাল ইসলামী ব্যাংক (SJIBL) একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে আলোচনা করেছি। এখান থেকে যদি একাউন্ট খোলার পদ্ধতি বুঝতে কষ্ট হয় সেক্ষেত্রে সরাসরি নিচের ভিডিওটি দেখে শাহ্জালাল ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন।

শাহজালাল ইসলামী ব্যাংকে আবেদনের কতদিন পরে লোন পাওয়া যায়

SJIBL এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী শাহজালাল ইসলামী ব্যাংকে আবেদনের ৮ থেকে ১০ কার্য দিবসের মধ্যে লোন প্রদান করা হবে। শাহজালাল ইসলামী ব্যাংক (SJIBL) এ লোনের জন্য আবেদন করার পরে আপনার প্রদত্ত তথ্যগুলো ব্যাংক ভালোভাবে যাচাই করে ৮-১০ দিনের মধ্যে লোনের টাকা প্রদান করবে।

শাহজালাল ইসলামী ব্যাংক লোন

গুরুত্বপূর্ণ পোস্টঃ সহজে ব্যাংক থেকে লোন পাওয়ার পদ্ধতি।

শাহজালাল ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং

শাহজালাল ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং প্রায় দেশের সকল জেলায় চালু হয়েছে। সম্ভাব্য ২০১৯ সালের শেষের দিকে শাহজালাল ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং চালু হয়। এজেন্ট ব্যাংকিং সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে শাহজালাল ইসলামী ব্যাংক (SJIBL) এর হটলাইনে যোগাযোগ করুন অথবা আপনার নিকটস্থ ব্রাঞ্চ এ গিয়ে যোগাযোগ করুন।

আপনার নিকটস্থ শাহজালাল ইসলামী ব্যাংক এর ব্রাঞ্চ সম্পর্কে জানতে নিচে দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করুন। শাহজালাল ইসলামী ব্যাংক (SJIBL) এর সকল সেবা সম্পর্কে বিস্তারিত জানতে আমি সাজেস্ট করব সরাসরি ব্রাঞ্চ এ গিয়ে ওখানে কর্মরত ব্যাংক কর্মকর্তার সাথে যোগাযোগ করুন।

শাহজালাল ইসলামী ব্যাংক হেল্পলাইন

শাহজালাল ইসলামী ব্যাংকের যেকোনো সেবা সম্পর্কে জানতে এবং কমপ্লেন জানাতে কল করুন 16302 এবং +8809612316302 এই নাম্বার। অথবা সরাসরি ইমেইল করুন card@sjiblbd.com এই এড্রেসে। শাহজালাল ইসলামী ব্যাংক (SJIBL) এর ইন্টারনেট ব্যাংকিং সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য কল করুন উক্ত নাম্বারে অথবা ইমেইল করুন ibank@sjiblbd.com এই ঠিকানায়।

শাহজালাল ইসলামী ব্যাংকের যেকোন সেবা সম্পর্কে জানতে অথবা যেকোনো ধরনের কমপ্লেন জানাতে দেশের যেকোন প্রান্ত থেকে কল করুন 16302 নাম্বারে। এবং দেশ ও দেশের বাহিরে থেকে শাহজালাল ইসলামী ব্যাংক সম্পর্কে জানতে কল করুন +8809612316302 এই নাম্বারে।

যদি আপনার তথ্য বা কমপ্লেন ইমেইল এর মাধ্যমে জানাতে চান সেক্ষেত্রে ইন্টারনেট ব্যাংকিং সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য মেইল করুন ibank@sjiblbd.com এই ঠিকানায় ও SJIBL ভিসা কার্ড সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য মেইল করুন card@sjiblbd.com এই ঠিকানায়।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

সঞ্চয়পত্রের মুনাফা তোলা নিয়ে বড় দুঃসংবাদ ! Sanchayapatra New Rules 2024

সঞ্চয়পত্রের মুনাফা তোলা নিয়ে বড় দুঃসংবাদ ! Sanchayapatra New Rules 2024

সঞ্চয়পত্রের মুনাফা প্রদান নিয়ে বাংলাদেশ ব্যাংক নতুন একটা নির্দেশ প্রদান করেছে এটি কারো কারো জন্য …

8 comments

  1. amar akjon gov employee amar kisu tk loan lagbi amar basa bogura

  2. আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি আমার মাসিক বেতন ২৫ হাজার টাকা আমি ২ লাখ টাকা পারসোনাল লোন নিতে চাচ্ছিলাম

    • আপনি নিকটস্থ শাহজালাল ইসলামী ব্যাংক শাখায় যোগাযোগ করুন, অথবা তাদের হেল্পলাইনে কল করে সহযোগিতা নিন।
      আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

  3. ২০ হাজার টাকার নোট লাগবে

  4. আমি ২টা কোম্পানির চাকুরী করি। মাসিক বেতন মোট ৩০০০০ টাকা। আমি ২টা কোম্পানির ডিলারও। আমার ৩লাখ টাকা লোন দরকার। পাব কি? বিষেশ দ্রষ্টব্য আমরা বেতনও এই ব্যাংকে আসে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।