সোমবার , সেপ্টেম্বর 16 2024
bnen
Breaking News

নিজের নামে রিংটোন তৈরি করুন ৩০ সেকেন্ডে

বর্তমানে অনেকেই নিজের নামে রিংটোন তৈরি করার পদ্ধতি জানতে চাচ্ছে, নিজের নামে রিংটোন তৈরি করুন ৩০ সেকেন্ডে এই সম্পর্কে আজকের লেখাটি।  লেখাটি মনোযোগ দিয়ে পড়লে আপনারা খুব অল্প সময়ে রিংটোন তৈরি করতে পারবেন।

নিজের নামে রিংটোন তৈরি

বর্তমানে গুগল মামার কাছে প্রচুর প্রশ্ন করা হচ্ছে কিভাবে নিজের নামে রিংটোন তৈরি করা যায় এ সম্পর্কে, তাই প্রতিবারের মতো এবারও চলে আসলাম গুগল মামাকে সহযোগিতা করার জন্য!  এই পোস্টটিতে আমরা নিজের নামে রিংটোন তৈরি করার কয়েকটি সহজ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব।

এই পদ্ধতি গুলো যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করেন তাহলে মাত্র ৩০  সেকেন্ডের মধ্যে নিজের নামে খুব সুন্দর একটি রিংটোন তৈরি করতে পারবেন। পদ্ধতি গুলো সঠিকভাবে জানার জন্য সম্পূর্ণ লেখাটি অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে।

এই পদ্ধতিগুলো আপনারা মোবাইল বা কম্পিউটার উভয় ডিভাইসেই ব্যবহার করতে পারবেন।  আপনাদের সুবিধার্থে আমরা পোস্টটিতে ওয়েবসাইট গুলোর লিংক দিয়ে দিব এবং পদ্ধতি সম্পর্কে বলে দিব আপনারা সঠিকভাবে ফলো করুন।

নিজের নামে রিংটোন

বর্তমানে অনেকেই নিজের নামে রিংটোন তৈরি করে ফোনের কলার রিংটোন সেট করে যেন কেউ কল দিলে ওই রিংটোন টা বাজে।  এটা একটা স্মার্ট ব্যাপার মনে করেন আপনি কোন অনুষ্ঠানে আছেন বা আপনারা কয়েকজন বন্ধু একসাথে মিলে আড্ডা দিচ্ছেন।

মেয়ে কন্ঠে নিজের নামে রিংটোন

হঠাৎ করে আপনার ফোনে একটি কল আসলো এবং মজার বিষয় হলো এখানে আপনার রিংটোনটি আপনাকে নাম ধরে ডাকছে,  এটি একটি চমৎকার বিষয় এবং নিজের নামে রিংটোন থাকলে আপনি অন্য সবার থেকে একটু আলাদা হবেন বা আপনি সহজেই বুঝতে পারবেন আপনার ফোনে কোন কল এসেছে। 

নিজের নামে রিংটোন তৈরি করার জন্য আমাদের রিংটোন তৈরীর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং আমাদের নামটি বসিয়ে দিয়ে জেনারেট করলেই আমাদের নামে সুন্দর একটি রিংটোন তৈরি হবে এবং রিংটোনটি ডাউনলোড করে আমরা আমাদের ফোনে ব্যবহার করতে পারব।

নিজের নামে রিংটোন ডাউনলোড

সবারই একটু ইউনিক টাইপের মোবাইল রিংটোন পছন্দ  তাইতো আমরা কোন একটা মুভি বার গানের লিরিক্স ভালো লাগলে ওইটা রিংটোন হিসেবে ব্যবহার করি,  কিন্তু এখন আপনারা আপনাদের নিজেদের নামে সুন্দর একটি রিংটোন তৈরি করে নিতে পারবেন তাও আবার ফ্রিতে!

কিভাবে সহজেই বিনামূল্যে নিজের নামে রিংটোন তৈরি করবেন ওয়েবসাইটের মাধ্যমে,  এবং এই ওয়েবসাইট গুলোর মাধ্যমে আপনারা রিংটোন তৈরি করলে রিংটোনটি প্রফেশনাল হবে এবং শুনতে অনেক চমৎকার শোনাবে। নিজের নামে রিংটোন তৈরি করুন ৩০ সেকেন্ডে – অল্প কিছু সময় অপচয় করে নিজেই রিংটোনটি তৈরি করে নিন।

নিজের নামে রিংটোন তৈরি করার উপায় 

মাত্র ৩০  সেকেন্ড সময় অপচয় করে নিজের নামের সুন্দর একটি প্রফেশনাল রিংটোন তৈরি করতে নিচের লেখাটি মনোযোগ দিয়ে পড়ুন। নিচে আমরা রিংটোন তৈরি করার দুইটি ওয়েবসাইট সম্পর্কে কথা বলব।  যেই ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনারা সহজেই  নিজের নাম প্রফেশনাল রিংটোন তৈরি করতে পারবেন।

Prokerala এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সুন্দর প্রফেশনাল রিংটোন তৈরি করতে পারবেন তাও আবার নিজের নামে,  এবং আপনি চাইলে আপনার প্রিয়জনের নামে রিংটোন তৈরি করতে পারেন। Prokerala ওয়েবসাইটের মাধ্যমে রিংটোন-টি তৈরি করতে ওয়েবসাইটে প্রবেশ করুন।

নিজের নামে রিংটোন
নিজের নামে রিংটোন

উপরের লিংকে ক্লিক করার সাথে সাথে আপনারা Prokerala ওয়েবসাইটের রিংটোন তৈরি অপশনে চলে যাবেন সেখান থেকে প্রথম বক্সে (Step 1) আপনার নিজের নামটি দিন।  আপনি যদি অন্য কারো নামে রিংটোন তৈরি করতে চান তাহলে তার নামটি বসিয়ে দিন।

Step 2 থেকে আপনাকে ম্যাসেজ সিলেক্ট করতে হবে। এখানে অটোমেটিকভাবে কয়েকটি মেসেজ দেয়া থাকবে আপনি চাইলে সেগুলো সিলেক্ট করতে পারেন এবং “Add Your Custom Message” থেকে আপনার ইচ্ছে মতন একটি মেসেজ লিখে দিতে পারেন।  ওই মেসেজ অনুযায়ী আপনার রিংটোন তৈরি হবে।

Step 3 থেকে আপনাকে রিংটোন এর ব্যাকগ্রাউন্ড মিউজিক চয়েজ করতে হবে, আপনার রিংটোনটি ব্যাকগ্রাউন্ডে কোন ধরনের মিউজিক বাজবে সেটি সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো ডিফল্ট  ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়া থাকবে আপনি যেকোন একটি সিলেক্ট করতে পারবেন। স্টেপ গুলো ভালভাবে বুঝার জন্য উপরের ছবিটি লক্ষ করুন।

উপরের সবকিছুই সঠিক ভাবে পূরণ করে “Make Ringtone” এর উপরে ক্লিক করুন। এরপরে ১০  সেকেন্ড এর মত সময় নিবে রিংটোন তৈরি হতে। পরবর্তীতে আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে সেখান থেকে আপনারা চাইলে রিংটোন চালু করে শুনতে পারবেন এবং “Download MP3” এর উপরে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।

এছাড়া যারা আইফোন ব্যাবহার করেন তারা এই রিংটোনটি ব্যবহার করার জন্য “Download M4R” এই ভার্সনটি ডাউনলোড করবেন।  আশা করি কিভাবে Prokerala এর মাধ্যমে নিজের নামে রিংটোন তৈরি করবেন সে সম্পর্কে বুঝতে পেরেছেন। 

নিজের নামে রিংটোন বাংলা

যারা বাংলা ভাষায় নিজের নামে রিংটোন তৈরি করতে চান তাদের জন্য সবথেকে বেস্ট ওয়েবসাইট হল fdmr, এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনারা বাংলা ভাষায় নিজের নামে খুব সুন্দর একটি প্রফেশনাল রিংটোন তৈরি করবেন সে সম্পর্কে বিস্তারিত নিচে বর্ণনা করা হলো।

নিজের নামে রিংটোন বানানোর জন্য প্রথমে আপনাকে fdmr ওয়েব সাইটটিতে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশের পরে প্রথমে আপনাদের সিলেক্ট করতে হবে আপনারা কোন ভাষাতে রিংটোন টি তৈরি করতে চাচ্ছেন। “Your Language” এখানে ক্লিক করে ভাষা সিলেক্ট করুন।

এরপরে Select background music” এখান থেকে আপনারা প্রথমে ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করবেন এবং আপনারা চাইলে পাশে থাকা Push বাটনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি শুনতে পারেন“Your Name” এখান থেকে আপনি যে নামে রিংটোন তৈরি করতে চাচ্ছেন সেই নামটি বসিয়ে দিন। 

এরপরে নিচের অপশন থেকে আপনারা একটি মেসেজ সিলেক্ট করুন যেটা আপনার নামের পরে রিংটনে বলবে। এখানে কিছু ডিফল্ট মেসেজ দেয়া আছে আপনারা চাইলে এগুলো দিতে পারেন এবং “Add Your Custom Message” এখান থেকে নিজেরা একটি  কাস্টম ম্যাসেজ বানিয়ে নিতে পারেন। মেসেজ সিলেক্ট করা-হলে রিংটনে মেসেজ যোগ করতে “Create” অপশনে ক্লিক করুন।

রিংটোনটি তৈরি হতে কিছুটা সময় নিবে এই সময়টুকু আপনাকে অপেক্ষা করতে হবে তারপরে আপনারা সরাসরি এখান থেকে রিংটোনটি প্লে করে শুনতে পারবেন এবং ডাউনলোড অপশনে ক্লিক করে রিংটোনটি আপনাদের ডিভাইসে ডাউনলোড করতে পারবেন। 

নিজের নামে রিংটোন
নিজের নামে রিংটোন

উপরের ছবিটিকে লক্ষ করুন ছবিটিতে সবকিছু দেখিয়ে দেওয়া হয়েছে। নিজের নামে রিংটোন বাংলা কিভাবে তৈরি করবেন আশাকরি বুঝতে পেরেছেন আমরা এই লেখাটিতে এই দুটি ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করেছি।

নিজের নামে রিংটোন কিভাবে বানায়

নিজের নামে রিংটোন কিভাবে বানাবেন উপরে আমরা সে সম্পর্কে আলোচনা করেছি।  আশা করি নিজের নামে প্রফেশনাল একটি রিংটোন বানানোর জন্য যতটুকু প্রয়োজন  সবকিছু বিস্তারিত আলোচনা করতে পেরেছি।  এছাড়াও রিংটোন তৈরি নিয়ে যদি কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন।

উপরে আমরা যে ওয়েবসাইট দুটো নিয়ে আলোচনা করেছি বর্তমানে এই ওয়েবসাইট দুটি নিজের নামে রিংটোন তৈরিতে বেশ জনপ্রিয়তা লাভ করেছে , নিজের নামে রিংটোন তৈরি করুন ৩০ সেকেন্ডে – আশা করি এই ওয়েবসাইট গুলোতে রিংটোন তৈরি করতে ৩০  সেকেন্ডেরও কম সময় লাগবে।

সহজে কম্পিউটার শিখুন

সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে এই লেখাটি পড়ার জন্য আপনাদের যদি টেকনোলজি সম্পর্কে কোন কিছু জানার থাকে তাহলে আমাদেরকে জানাবেন।  আমরা অবশ্যই অন্য কোন লেখার মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করে দেয়ার চেষ্টা করব।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

গুগল চুরি করছে আপনার ব্যক্তিগত সব তথ্য

গুগল চুরি করছে আপনার ব্যক্তিগত সব তথ্য – তথ্য ফাঁস

সম্প্রতি গুগল ব্যবহারকারীদের জন্য বিশাল এক ফিচার নিয়ে হাজির হয়েছে। আপনার সকল তথ্য খুব সহজেই …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।