সোমবার , সেপ্টেম্বর 16 2024
bnen
Breaking News

নগদ একাউন্ট টাকা দেখার নিয়ম দেখুন

নগদ মোবাইল ব্যাংকিং বর্তমানে বাংলাদেশে অনেকটা জনপ্রিয়তা লাভ করেছে,  কিন্তু আমরা অনেকেই জানি না নগদ একাউন্ট টাকা দেখার নিয়ম সম্পর্কে। আজকের এই লেখাটিতে আমরা নগদ একাউন্ট সম্পর্কে আলোচনা করব।

নগদ একাউন্ট দেখার নিয়ম 

যেহেতু আমরা নগদ একাউন্ট টাকা দেখার নিয়ম সম্পর্কে জানতে চেয়েছি তাহলে অবশ্যই আপনারা পূর্বে নগদ একাউন্ট  খুলছেন,  তাই আমরা কিভাবে নগদ একাউন্ট খুলতে হয় সে সম্পর্কে আলোচনা করলাম না যদি আপনারা নগদ একাউন্ট খোলার পদ্ধতি সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন।

 আমরা পরবর্তীতে অন্য আরেকটি লেখার মাধ্যমে নগদ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে দেখিয়ে দিব।  নগদ একাউন্ট খোলার পরেও আমাদের সবথেকে বেশি সমস্যায় পড়তে হয় কিভাবে নগদ একাউন্ট দেখবো এবিষয় নিয়ে,  আজকে আমরা আলোচনা করব কিভাবে নগদ একাউন্ট দেখা যায় এ সম্পর্কে।

 আমরা অন্য সকল মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর মতোই ইউএসএসডি কোড ডায়াল করে নগদ একাউন্ট দেখতে পারবো –  নগদ একাউন্ট ব্যবহারের জন্য অবশ্যই আমাদের একটি স্মার্টফোন থাকতে হবে, চলুন নগদ একাউন্ট দেখে নেয়ার পদ্ধতি সম্পর্কে জানা যাক।

নগদ একাউন্ট দেখার কোড

নগদ হলো বাংলাদেশের জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের,  আমরা নগদ এর মাধ্যমে খুব সহজে 1 স্থান হতে অন্য স্থানে টাকা ট্রান্সফার করতে পারব এছাড়াও আমরা নগদ ব্যবহার করে বিদ্যুৎ বিল সহ যাবতীয় সকল বিল পরিশোধ করতে পারব  এবং বর্তমানে নগদে রয়েছে আরো অনেক সুযোগ সুবিধা যা নগদ ব্যবহারকারীদের আরো আকৃষ্ট করছে নগদ এর প্রতি। 

নগদ ব্যবহার করে সহজেই যেকোনো বিদ্যুৎ বিল দিন

নগদ একাউন্ট দেখার জন্য আমাদের মোবাইল থেকে একটি কোড ডায়াল করতে হবে যার মাধ্যমে আমরা সহজেই নগদ একাউন্ট দেখতে পারব এবং নগদ একাউন্ট এর সকল সুযোগ সুবিধা ব্যবহার করতে পারব, নগদ একাউন্ট দেখার কোড হল *167# এই কোড আমাদের ফোনের ডায়াল এর মাধ্যমে আমরা সহজেই নগদ একাউন্ট দেখতে পারবো।

নগদ একাউন্ট দেখার জন্য প্রথমে আমাদের ফোন থেকে ডায়াল অপশনে গিয়ে নগদ একাউন্ট দেখার কোড হল *167# ডায়াল করে ওকে করলে আমরা নগদ একাউন্ট এর ভিতর চলে আসব এবং এখান থেকে আমরা নগদ এর সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারব। 

নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম

নগদ একাউন্ট এর ব্যালেন্স চেক এবং নগদ একাউন্ট দেখার জন্য আমরা দুটি পদ্ধতি ব্যবহার করতে পারি-

  • USSD কোড ডায়াল এর মাধ্যমে
  •  নগদ মোবাইল APPS ব্যবহারের মাধ্যমে

নগদ মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা খুব সহজেই নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পারব এবং নগদ একাউন্টের  সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারব।  যারা এখনো নগদ মোবাইল অ্যাপ টি ডাউনলোড করেননি তারা এখনই প্লে স্টোর থেকে নগদ মোবাইল অ্যাপ টি ডাউনলোড করুন।

নগদ মোবাইল অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে হলে আপনারা প্লে স্টোরে গিয়ে “My Nagad” লিখে সার্চ করুন, প্রথমেই আপনারা নগদ এর মোবাইল অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করুন।

নগদ একাউন্ট টাকা দেখার নিয়ম
নগদ একাউন্ট দেখার নিয়ম

নগদ অ্যাপ এর জনপ্রিয়তা ডাউনলোড সংখ্যার দিকে লক্ষ করলেই বুঝা যায় নগদ অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ১০+ মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে। নগদ অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনাদের অ্যাকাউন্ট লগইন করে নগদ ব্যবহার করতে পারবেন।

নগদ একাউন্টে টাকা দেখার নিয়ম

নগদ একাউন্টে আমরা খুব সহজেই টাকা দেখতে পারবো দুটি পদ্ধতি ব্যবহার করে একটি হল ইউএসএসডি কোড ডায়াল এর মাধ্যমে আর অন্যটি হলো মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে।  উপরে আমরা নগদ অ্যাপ্লিকেশন সম্পর্কে জেনেছি কিভাবে ইন্সটল করবেন এবং ব্যবহার করবেন।

এপ্লিকেশন ইন্সটল করে আপনার অ্যাকাউন্ট লগইন করুন লগইন করার সাথে সাথে আপনারা উপরে আপনাদের একাউন্টের নাম দেখতে পাবেন ( যার আইডি কার্ড দিয়ে নগদ একাউন্ট খুলেছেন ) এবং তাহার নিচে দেখতে পাবেন “ব্যালেন্স জানতে ট্যাপ করুন” এরকম লেখা –  এর উপরে ক্লিক করুন,  ক্লিক করার সাথে সাথে আপনারা আপনাদের নগদ একাউন্টে থাকা টাকা দেখতে পাবেন।

নগদ একাউন্ট এর ব্যালেন্স দেখার নিয়ম 

উপরে আমরা জেনেছি কিভাবে নগদ মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে নগদ একাউন্টের টাকা দেখবেন।  এবার আমরা জানবো কিভাবে মোবাইল এ  ইউএসএসডি কোড ডায়াল এর মাধ্যমে নগদ একাউন্টের টাকা দেখবেন।

নগদ একাউন্টে টাকা দেখার নিয়ম হলো প্রথমে আপনার ফোনের ডায়াল অপশন থেকে *167# ডায়াল করবেন, এরপরে আপনাদের সামনে নগদ এর হোমপেজ শো করবে সেখান থেকে – 7 (My Nagad) ডায়াল করুন,  এরপরে –1 – (Balance Enquiry) ডায়াল করুন  তারপরে আপনার নগদ একাউন্টের পিন নাম্বার দিন, এরপরে আপনারা নগদ একাউন্টে ব্যালেন্স দেখতে পারবেন।

নগদ একাউন্ট এর টাকা দেখার কোড হল *167# এভাবে আপনারা খুব সহজে নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন। এবং নগদ এর মাধ্যমে লেনদেন করার জন্য এভাবে ইউএসএসডি কোড ডায়াল অথবা মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নগদে লেনদেন করতে পারবেন।

নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম

বর্তমানে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে উপবৃত্তি প্রদান করা হয় নগদ একাউন্টের মাধ্যমে। যদি আপনার নগদ একাউন্টে উপবৃত্তির টাকা ডিপোজিট করা হয় তাহলে সাথে সাথে আপনার মোবাইল ফোনে একটি ম্যাসেজ আসবে এবং সেই মেসেজটিতে জানিয়ে দেওয়া হবে যে আপনার নগদ একাউন্টে  উপবৃত্তির টাকা ডিপোজিট করা হয়েছে।

নগদে উপবৃত্তির টাকা দেখার জন্য আপনারা উপরে উল্লেখিত পদ্ধতিতে নগদ মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে অ্যাপ্লিকেশন এর মাধ্যমে টাকা দেখতে পারবেন এছাড়াও আপনারা  ইউএসএসডি কোড ডায়াল করে  উপবৃত্তির টাকা দেখতে পারবেন। নগদ একাউন্ট দেখার কোড হল *167#

নগদ এর USSD কোড

আমরা খুব সহজে নগদ একাউন্ট দেখার জন্য USSD  কোড ব্যাবহার করতে পারি,  যারা বাটন ফোন ব্যবহার করেন তাদের পক্ষে নগদ মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করা সম্ভব না আপনারা চাইলে নগদ USSD  কুরিয়ারের মাধ্যমে নগদ এর সুবিধা ব্যবহার করতে পারবেন।  নগদ এর USSD কোড হল *167# 

নগদ এর ইউএসএসডি কোড হল *167# -এই কোড ডায়াল এর মাধ্যমে আপনারা নগদ এর যাবতীয় সকল সুযোগ-সুবিধা নিতে পারবেন এবং নগদ এর মাধ্যমে সহজেই লেনদেন করতে পারবেন।  নগদ একাউন্টে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় সে সম্পর্কে নিচে আলোচনা করা হলো।

নগদ একাউন্ট এর সুযোগ সুবিধা

বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম সেরা হলো নগদ, দিনদিন নগদ ব্যবহারের সংখ্যা বেড়েই চলেছে  আর নগদ তাদের ব্যবহারকারীদের জন্য অনেক নুতন নুতন সেবা চালু করেছে বর্তমানে নগদ ব্যবহারকারীদের যে সকল সেবা দিয়ে থাকে।

তারমধ্যে একই স্থান থেকে অন্য স্থানে টাকা লেনদেন এর সুবিধা এবং টাকা জমিয়ে রাখার সুবিধা, সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ,  বিদ্যুৎ বিল সহ যাবতীয় সকল বিল পরিশোধের সুবিধা, ফ্রিতে সেন্ড মানি করার সুবিধা, মোবাইল রিচার্জ ও অ্যাড মানি করার সুযোগ, ইন্সুরেন্স,  মানি ট্রান্সফার,  ডোনেসন এর সুবিধা। এছাড়াও নগদ তাদের ব্যবহারকারীদের অনেক সুবিধা দিয়ে থাকে।

উপায় এর সেবা সম্পর্কে 

উপরে আমরা নগদ একাউন্ট টাকা দেখার নিয়ম সম্পর্কে জেনেছি এবং নগদ একাউন্ট এ কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় ও নগদ মোবাইল অ্যাপ্লিকেশন সম্পর্কে বিস্তারিত জেনেছি।  নগদ একাউন্ট সম্পর্কে যদি অন্য কিছু জানার থাকে তাহলে একটু কষ্ট করে কমেন্ট এর মাধ্যমে আমাদেরকে জানাবেন।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

গুগল চুরি করছে আপনার ব্যক্তিগত সব তথ্য

গুগল চুরি করছে আপনার ব্যক্তিগত সব তথ্য – তথ্য ফাঁস

সম্প্রতি গুগল ব্যবহারকারীদের জন্য বিশাল এক ফিচার নিয়ে হাজির হয়েছে। আপনার সকল তথ্য খুব সহজেই …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।