গেমারদের সবথেকে বড় হাতিয়ার হলো একটি ভালো গেমিং মোবাইল। আপনার কাছে যদি একটি ভালো গেমিং মোবাইল ফোন না থাকে তাহলে আপনি কোনভাবেই গেমের আসল মজা উপভোগ করতে পারবেন না। এই লেখাটিতে 15000 টাকার মধ্যে ভালো গেমিং মোবাইল বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা ১৫ হাজার টাকার মধ্যে গেমিং মোবাইল ফোন ক্রয়ের জন্য খুজে থাকি। আপনাদের সুবিধার্থে এই আর্টিকেলটিতে বর্তমান সময়ের সেরা ৫টি গেমিং মোবাইল ফোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে, এবং মোবাইল ফোনগুলোর দাম জানানো হবে।
১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং মোবাইল
সেরা গেমিং মোবাইল ফোনগুলো হলো Realme Narzo 50A, Xiaomi Redmi 12C, Xiaomi Poco M4 5G, Tecno Pova Neo 2 ও Infinix Hot 30 ইত্যাদি।
একটি গেমিং মোবাইল ফোন ক্রয়ের পূর্বে ফোনটির RAM, প্রসেসর, জিপিইউ, ডিসপ্লে, ব্যাটারি ও ROM দেখে ক্রয় করা উচিত। একটি হাই রেজুলেশন এর উচ্চ মানের ডিসপ্লে আপনাকে সেরা গেমিং এর স্বাদ প্রদান করতে পারে।
এবং আপনার মোবাইল ফোনের ব্যাটারি যত পাওয়ার যুক্ত হবে, গেম খেলার সময় তত বেশি চার্জিং ব্যাকআপ পাবেন। ঠিক তেমনি স্মুথ ও হাইরেজুলেশনে গেম খেলতে RAM, প্রসেসর, জিপিইউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আপনাদের সুবিধার্থে এই লেখাটিতে বর্তমানে 15000 টাকার মধ্যে ভালো গেমিং মোবাইল বাংলাদেশ বাজারে পাওয়া যায় এমন ৫টি মোবাইল ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
১.Infinix Hot 30
ইনফিনিক্স ব্র্যান্ডের Infinix Hot 30 মোবাইল ফোনটি সর্বপ্রথম ২০২৩ সালের মার্চ মাসে বাজারে আসে। এই ফোনটিতে রয়েছে দারুন সকল ফিচারস। বর্তমানে এই মোবাইল ফোনটি ২টি ভেরিয়েন্টএ পাওয়া যাচ্ছে।
- ৪ জিবি RAM ও ১২৮ জিবি ROM দাম মাত্র ১৪,৯৯৯ টাকা।
- ৮ জিবি RAM ও ১২৮ জিবি ROM দাম মাত্র ১৭,৪৯৯ টাকা।
১৫,০০০ টাকার মধ্যে Infinix Hot 30 মোবাইল ফোনটির ৪ জিবি RAM ও ১২৮ জিবি ROM ভেরিয়েন্টটি পাওয়া যাবে। অথবা একটু বাজেট বাড়িয়ে ১৮,০০০ টাকার মধ্যে ৮ জিবি RAM ও ১২৮ জিবি ROM ভেরিয়েন্টটি নিতে পারেন।
Infinix Hot 30 এর স্পেসিফিকেশনঃ
- ৬.৭৮ ইঞ্চি Full HD+ 1080 x 2460 pixels রেজুলেশন এর ডিসপ্লে।
- Dual 50 Megapixel মেইন ক্যামেরা।
- 8 Megapixel সেলফি ক্যামেরা।
- Lithium-polymer 5000 mAh ব্যাটারি।
- 33W Fast Charging সিস্টেম।
- MediaTek Helio G88 চিপসেট।
- Octa-core, up to 2.0 GHz প্রসেসর।
- Android 13 (XOS 12.6) অপারেটিং সিস্টেম।
- Mali-G52 MC2 জিপিইউ।
- 128 GB ইন্টারনাল স্টোরেজ।
- 4 / 8 GB র্যাম।
- Side-mounted ফিঙ্গারপ্রিন্ট।
আরো জানতে পারেনঃ 20 হাজার টাকার মধ্যে সেরা গেমিং ফোন।
২.Realme Narzo 50A
এই লিস্টের দ্বিতীয় নাম্বারে আছে Realme Narzo 50A মোবাইল ফোনটি। এই ফোনটি সর্বপ্রথম ২০২২ সালের মার্চ মাসে বাজারে আসে। বর্তমানে Realme Narzo 50A মোবাইল ফোনের দাম ১৫,৯৯৯ টাকা মাত্র।
Realme Narzo 50A এর স্পেসিফিকেশনঃ
- ৬.৬ ইঞ্চি Full HD+ 1080 x 2408 pixels রেজুলেশন এর ডিসপ্লে।
- 50+2+0.3 Megapixel মেইন ক্যামেরা।
- 8 Megapixel সেলফি ক্যামেরা।
- Lithium-polymer 5000 mAh ব্যাটারি।
- 18W Fast Charging সিস্টেম।
- UniSOC Tiger T612 চিপসেট।
- Octa-core, 1.8 GHz প্রসেসর।
- Android 11 (Realme UI 2.0) অপারেটিং সিস্টেম।
- Mali-G57 জিপিইউ।
- 64 / 128 GB ইন্টারনাল স্টোরেজ।
- 4 GB র্যাম।
- Side-mounted ফিঙ্গারপ্রিন্ট।
মোবাইল ফোনটি সম্পূর্ণ কনফিগারেশন অনুযায়ী এটি গেমিং এর জন্য পারফেক্ট। ফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং Octa-core, 1.8 GHz প্রসেসর, UniSOC Tiger T612 চিপসেট, Mali-G57 জিপিইউ রয়েছে। এই ফোনটিতে ৬.৬ ইঞ্চি Full HD+ 1080 x 2408 pixels রেজুলেশন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
৩.Xiaomi Redmi 12C
রেডমি ব্র্যান্ডের Xiaomi Redmi 12C মোবাইল ফোনটিতে রয়েছে আকর্ষণীয় সকল ফিচারস। বর্তমানে এই ফোনটির দাম মাত্র ১৫,৯৯৯ টাকা। Xiaomi Redmi 12C ফোনটি ২০২৩ সালের জানুয়ারি মাসে প্রথম লঞ্চ হয়।
Xiaomi Redmi 12C এর স্পিসিফিকেশনঃ
- ৬.৭১ ইঞ্চি HD+ 720 x 1650 pixels রেজুলেশন এর ডিসপ্লে।
- Dual 50+0.08 Megapixel মেইন ক্যামেরা।
- 5 Megapixel সেলফি ক্যামেরা।
- Lithium-polymer 5000 mAh ব্যাটারি।
- 10W Fast Charging সিস্টেম।
- MediaTek Helio G85 চিপসেট।
- Octa core, up to 2.0 GHz প্রসেসর।
- Android 12 (MIUI 13) অপারেটিং সিস্টেম।
- Mali-G52 MC2 জিপিইউ।
- 128 GB ইন্টারনাল স্টোরেজ।
- 6 GB র্যাম।
- Back-mounted ফিঙ্গারপ্রিন্ট।
ফোনটির পারফরম্যান্স প্যানেলে রয়েছে Octa core, up to 2.0 GHz প্রসেসর এর সাথে MediaTek Helio G85 চিপসেট ও Mali-G52 MC2 জিপিইউ। সব মিলিয়ে Xiaomi Redmi 12C মোবাইল ফোনটি দারুণ একটি গেমিং কম্বিনেশন।
৪.Xiaomi Poco M4 5G
এই লিস্টের চতুর্থ নাম্বারে থাকা Xiaomi Poco M4 5G মোবাইল ফোনটির দাম এখন পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। তবে আশা করা যায় এই ফোনটির দাম ১৫,০০০ টাকার আশেপাশে থাকবে। ফোনটির আকর্ষণীয় ফিচারস যেকোন স্মার্টফোন ব্যবহারকারীদের মুগ্ধ করবে।
Xiaomi Poco M4 5G এর স্পেসিফিকেশনঃ
- ৬.৫৮ ইঞ্চি 1080 x 2400 pixels রেজুলেশন এর ডিসপ্লে।
- Dual 13+2 Megapixel মেইন ক্যামেরা।
- 5 Megapixel সেলফি ক্যামেরা।
- Lithium-polymer 5000 mAh ব্যাটারি।
- Dual SIM সিস্টেম।
- MediaTek MT6833 Dimensity 700 চিপসেট।
- Octa core প্রসেসর।
- Android 12 অপারেটিং সিস্টেম।
- Mali-G57 MC2 জিপিইউ।
- 64 / 128 GB ইন্টারনাল স্টোরেজ।
- 4 / 6 GB র্যাম।
- Side Mounted ফিঙ্গারপ্রিন্ট।
গেমিং কম্বিনেশন এর জন্য ফোনটিতে রয়েছে Octa core প্রসেসর, MediaTek MT6833 চিপসেট, Mali-G57 MC2 জিপিইউ। এছাড়াও এই ফোনটিতে Lithium-polymer 5000 mAh শক্তিশালী ব্যাটারির পাশাপাশি ৬.৫৮ ইঞ্চি 1080 x 2400 pixels রেজুলেশন এর ডিসপ্লে রয়েছে।
আরো জানতে পারেনঃ ১৫ হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরা মোবাইল।
৫.Tecno Pova Neo 2
এই লিস্টের সর্বশেষ নাম্বারে রয়েছে Tecno Pova Neo 2 স্মার্টফোনটি। টেকনো ব্রান্ডের এই মোবাইল ফোনটি ২০২২ সালের অক্টোবর মাসে লঞ্চ হয়। এই মোবাইল ফোনটির দাম ১৬,৪৯০ টাকা। বর্তমানে Tecno Pova Neo 2 মোবাইল ফোনটি Uranolite Gray, Orange Magma, Virtual Blue কালারে পাওয়া যাচ্ছে।
Tecno Pova Neo 2 এর স্পেসিফিকেশনঃ
- ৬.৮২ ইঞ্চি HD+ 720 x 1640 pixels রেজুলেশন এর ডিসপ্লে।
- Dual 16 Megapixel+AI Lens যুক্ত মেইন ক্যামেরা।
- 8 Megapixel সেলফি ক্যামেরা।
- Lithium-polymer 7000 mAh ব্যাটারি।
- 18W Fast Charging সিস্টেম।
- Mediatek Helio G85 চিপসেট।
- Octa-core, 2 GHz প্রসেসর।
- Android 12 অপারেটিং সিস্টেম।
- Mali-G52 MC2 জিপিইউ।
- 128 GB ইন্টারনাল স্টোরেজ।
- 6 GB র্যাম।
- Side Mounted ফিঙ্গারপ্রিন্ট।
টেকনো ব্রান্ডের এই ফোনটিতে দীর্ঘ সময় চার্জিং ব্যাকআপের জন্য Lithium-polymer 7000 mAh শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়াও ফোনটিতে Mediatek Helio G85 চিপসেট, Octa-core, 2 GHz প্রসেসর ও Mali-G52 MC2 জিপিইউ রয়েছে। আশাকরি Tecno Pova Neo 2 স্মার্টফোনটি দ্বারা দারুন গেমিং পারফরম্যান্স পাওয়া যাবে।
সম্মানিত পাঠকবৃন্দ, 15000 টাকার মধ্যে ভালো গেমিং মোবাইল বাংলাদেশ লেখাটির মাধ্যমে ১৫০০০ টাকার আশেপাশে কিছু ভালো গেমিং স্মার্টফোন সম্পর্কে জানতে পেরেছেন। উপরে উল্লেখিত মোবাইল ফোন গুলোর মধ্যে আপনার কাছে কোন ফোনটি সবথেকে ভালো লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন।
FAQs
গেমিং মোবাইল ফোন পছন্দ করার সবথেকে সহজ মাধ্যম হলো ফোনের প্রসেসর, চিপসেট ও জিপিইউ চেক করা। এছাড়াও গেম খেলার সময় দীর্ঘক্ষণ চার্জিং ব্যাকআপের জন্য একটি শক্তিশালী ব্যাটারিওয়ালা মোবাইল পছন্দ করা।
মাত্র ১৫ হাজার টাকায় Xiaomi Poco M4 5G গেমিং মোবাইল ফোনটি ক্রয় করতে পারবেন। এই ফোনটিতে আছে Octa core প্রসেসর এর সাথে MediaTek MT6833 চিপসেট ও Mali-G57 MC2 জিপিইউ।