রবিবার , ডিসেম্বর 22 2024
bnen
Breaking News

১৫ হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরা মোবাইল ফোন ২০২৩

১৫ হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরা মোবাইল ফোনগুলো হল Xiaomi Redmi 9 Power, Tecno Camon 16 ও Realme C25Y. এছাড়াও আরো ১৭ টি স্মার্টফোনের দাম, ক্যামেরা কোয়ালিটি এবং শর্ট স্পেসিফিকেশন উল্লেখ করা হয়েছে।

বর্তমানে আমরা কম দামের মধ্যে ভালো ক্যামেরা মোবাইল ক্রয় করতে চাই। কিন্তু সঠিক নির্দেশনা না পাওয়ায় কারণে অল্প বাজেটে ভালো ক্যামেরা মোবাইল পছন্দ করতে পারিনা। এই লেখাটিতে বর্তমান সময়ের মাত্র ১৫ হাজার টাকার মধ্যে পাওয়া যায় এমন কিছু আকর্ষণীয় ক্যামেরা ফিচার যুক্ত মোবাইল সম্পর্কে বর্ণনা করা হবে।

১৫ হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরা মোবাইল

ছবি তোলা অনেকের নেশা, কিন্তু ভালো মোবাইল ফোন ক্রয়ের জন্য বেশি টাকা প্রয়োজন। অনেকের মোবাইল ফোন ক্রয়ের বাজেট কম থাকার ফলে তাদের শখ পূরণ তথা ছবি তোলার জন্য ভালো ক্যামেরা মোবাইল ক্রয় করতে পারে না।

নিচে এমন কিছু মোবাইল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে যেই ফোনগুলো মাত্র ১৫ হাজার টাকার মধ্যে ক্রয় করতে পারবেন। এছাড়াও এই ফোনগুলোতে আকর্ষণীয় ফিচারের সাথে থাকবে দারুন ক্যামেরা। যা আপনার স্বপ্ন পূরণে সহযোগিতা করবে।

নিচে ১৫ হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরা মোবাইল ফোনগুলো টেবিল আকারে বর্ণনা করা হলো। এখানে মোবাইল ফোনের মডেল, দাম, ক্যামেরা রেজুলেশন, র‍্যাম ও স্টোরেজ জানানো হয়েছে।

ModelBack CameraFront CameraRAMROMPrice
Realme C25YTriple 50+2+2 Megapixel8 Megapixel4 GB64 GB14,499 BDT
Xiaomi Redmi 9 PowerQuad 48+8+2+2 Megapixel8 Megapixel4 GB64 GB15,999 BDT
Tecno Spark 9TTriple 13+2 Megapixel+QVGA32 Megapixel4 GB128 GB13,990 BDT
Samsung Galaxy A04Dual 50+2 Megapixel5 Megapixel3 GB32 GB13,999 BDT
Realme C25Triple 13+2+2 Megapixel8 Megapixel4 GB64/128 GB13,990/14,990 BDT
Nokia G10Triple 13+2+2 Megapixel8 Megapixel4 GB64 GB14,999 BDT
Samsung Galaxy A03Dual 48+2 Megapixel5 Megapixel3/4 GB32/64 GB12,999/14,999 BDT
Tecno Camon 16Quad 48+2+2 Megapixel16 Megapixel6 GB128 GB14,990 BDT
Vivo Y12Triple 13+8+2 Megapixel8 Megapixel3 GB64 GB14,990 BDT
Oppo A16Triple 13+2+2 Megapixel8 Megapixel3 GB32 GB14,990 BDT
Tecno Spark 7Triple 48 Megapixel8 Megapixel4/6 GB64 GB13,490/14,990 BDT
Xiaomi Redmi 10CDual 50+2 Megapixel5 Megapixel4 GB64 GB14,999 BDT
Motorola Moto E7 PlusDual 48+2 Megapixel8 Megapixel4 GB64 GB14,999 BDT
Infinix Note 8iQuad 48+2+2+2 Megapixel8 Megapixel6 GB128 GB14,990 BDT
Motorola Moto G10 PowerQuad 48+8+2+2 Megapixel8 Megapixel4 GB64 GB15,999 BDT
Walton NEXG N6Dual 50+2 Megapixel8 Megapixel4 GB128 GB14,999 BDT
Realme C15 Qualcomm EditionQuad 13+8+2+2 Megapixel8 Megapixel4 GB64/128 GB12,990/14,490 BDT
Tecno Spark 8 ProTriple 48 Megapixel8 Megapixel4 GB64 GB14,490 BDT
Infinix Hot 11STriple 50+2+2 Megapixel8 Megapixel4 GB128 GB14,990 BDT
Realme C33Dual 50+0.3 Megapixel5 Megapixel3/4 GB32/64 GB13,999/14,999 BDT
বিঃদ্রঃ এই মোবাইল ফোন গুলোর দাম সামান্য কিছু কম বেশি হতে পারে।

প্রিয় পাঠকবৃন্দ, উপরে উল্লেখিত স্মার্টফোনগুলো সম্পর্কে বিস্তারিত জানতে স্মার্টফোনটির মডেল লিখে গুগলে সার্চ করলে এর সম্পূর্ণ ফিচার পেয়ে যাবেন। চলুন এই মোবাইল ফোনগুলোর মধ্য থেকে সেরা ৩টি স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

১.Realme C25Y

বর্ণনাঃ এই লিস্টের প্রথম নাম্বারে রাখা হয়েছে Realme C25Y মোবাইল ফোনটিকে। এই ফোনটি ২০২১ সালে লঞ্চ হয়, এখন পর্যন্ত এই স্মার্টফোনটি Glacier Blue, Metal Gray কালারে পাওয়া যাচ্ছে। মোবাইল ফোনটিতে আছে লিথিয়াম পলিমারের ৫০০০ এমএএইচ ব্যাটারি।

এই মোবাইল ফোনটির ক্যামেরা প্যানেলে আছে ত্রিপল ৫০+২+২ মেগাপিক্সেল এলইডি ফ্ল্যাশ, ডিপথ, এইচডিআর, ম্যাক্রো, f/1.8, পিডিএএফ ফিচারযুক্ত মেইন ক্যামেরা। যা দ্বারা ফুল এইচডি (১০৮০পি) রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করা যাবে।

গুরুত্বপূর্ণ কয়েকটি আর্টিকেলঃ

এবং সেলফি ক্যামেরা হিসেবে আছে ৮ মেগাপিক্সেল এর এইচডিআর, f/2.0, 1/4.0″, 1.12µm ফিচার যুক্ত সেলফি ক্যামেরা। যা দ্বারা এইচডি (৭২০পি) রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করা যাবে। দ্রুত চার্জ হওয়ার জন্য ফোনটিতে ১৮ ওয়াট ফাস্ট চার্জার রয়েছে।

এই ফোনটিতে আইপিএস এলসিডি ৬.৫ ইঞ্চি ডিসপ্লের পাশাপাশি Octa core, up to 1.8 GHz প্রসেসর, Unisoc T610 (12 nm) চিপসেট, Mali-G52 জিপিইউ এবং ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ রয়েছে। Realme C25Y স্মার্টফোনটি Android 11 (Realme UI) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে।

Realme C25Y মোবাইল ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন

Display6.5 inches, HD+ 720 x 1600 pixels
BatteryLithium-polymer 5000 mAh
Operating System (OS)Android 11 (Realme UI)
RAM4 GB
ROM64 GB
ProcessorOcta core, up to 1.8 GHz
Purchase ReferenceRealme C25Y
দামঃ Realme C25Y মোবাইল ফোনটির দাম মাত্র ১৪,৪৯৯ টাকা।

দর্শক রিভিউঃ ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী realme ব্র্যান্ডের Realme C25Y মোবাইল ফোনটির দর্শক রিভিউ ৭৫% পজেটিভ। বর্তমানে এই স্মার্টফোনটি realme ব্যবহারকারীদের কাছে অনেক জনপ্রিয়।

২.Tecno Camon 16

বর্ণনাঃ আমাদের এই লিস্টের দ্বিতীয় নাম্বারে আছে টেকনো ব্র্যান্ডের Tecno Camon 16 স্মার্টফোনটি। বর্তমানে এই মোবাইল ফোনটি Purist Blue, Misty Grey, Cloud White ৩টি কালারে পাওয়া যাচ্ছে। এই ফোনটি ২০২০ সালের অক্টোবর মাসে লঞ্চ হয়।

টেকনো ব্র্যান্ডের এই মোবাইল ফোনটির ক্যামেরা প্যানেলে রয়েছে Quad 48+2+2 Megapixel পিডিএফ, এলইডি ফ্ল্যাশ, ম্যাক্রো, এইচডিআর, ডিপথ মেইন ক্যামেরা। যারা দ্বারা ফুল এইচডি (১০৮০পি) রেজুলেশনের ভিডিও রেকর্ডিং করা যাবে।

এবং সেলফি ক্যামেরা হিসেবে আছে ১৬ মেগাপিক্সেলের F/2.2 aperture, HDR ফিচার যুক্ত ক্যামেরা, যারা দ্বারা ফুল এইচডি (১০৮০পি) রেজুলেশনের ভিডিও রেকর্ডিং করা যাবে। এছাড়াও এই ফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াট ফাস্ট চার্জার রয়েছে।

এছাড়াও এই স্মার্টফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৭০ চিপসেট, Octa-core, 2 GHz প্রসেসর, Mali-G52 MC2 জিপিইউ, Android 10 (HiOS 6) অপারেটিং সিস্টেম এবং ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। এই ফোনটিতে আইপিএস এলসিডি টাচস্ক্রিন যুক্ত ৬.৮ ইঞ্চি বড় ডিসপ্লে রয়েছে।

Tecno Camon 16 মোবাইল ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন

Display6.8 inches, HD+ 720 x 1640 pixels
BatteryLithium-polymer 5000 mAh
Operating System (OS)Android 10 (HiOS 6)
RAM6 GB
ROM128 GB
ProcessorOcta-core, 2 GHz
Purchase ReferenceTecno Camon 16
দামঃ Tecno Camon 16 মোবাইল ফোনটির দাম মাত্র ১৪,৯৯০ টাকা।

দর্শক রিভিউঃ ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী Tecno Camon 16 মোবাইল ফোনটির দর্শক রিভিউ ৭৫% পজেটিভ।

৩.Xiaomi Redmi 9 Power

এই লিস্টের সর্বশেষ নাম্বারে আছে redmi কোম্পানির Xiaomi Redmi 9 Power মোবাইল ফোনটি। এই মোবাইল ফোনটির দাম ১৫০০০ টাকা থেকে একটু বেশি। এই ফোনটি ২০২০ সালের ডিসেম্বর মাসে লঞ্চ হয়, বর্তমানে এই ফোনটি Electric Green, Blazing Blue, Mighty Black, Fiery Red কালারে এভেলেবেল আছে।

এই ফোনটিতে ৬.৫৩ ইঞ্চি আইপিএস এলসিডি ফুল এইচডি ডিসপ্লে এবং লিথিয়াম পলিমার ৬০০০ এমএএইচ  শক্তিশালী ব্যাটারি, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং, ২.৫ ওয়াট রিভার্স চার্জিং রয়েছে। এই স্মার্টফোনটি Android 10 (MIUI 12) অপারেটিং সিস্টেমে রান করে।

গুরুত্বপূর্ণ কয়েকটি আর্টিকেলঃ

Xiaomi Redmi 9 Power ফোনটির ক্যামেরা প্যানেলে আছে Quad 48+8+2+2 Megapixel এর এইচডিআর, ১২০ ডিগ্রি আলট্রাওয়াইড, পিডিএএফ, এলইডি ফ্ল্যাশ, ম্যাক্রো, ডিপথ ফিচারযুক্ত মেইন ক্যামেরা।

এবং সেলফি ক্যামেরা হিসেবে আছে ৮ মেগাপিক্সেল F/2.0, 1/4.0″, 1.12µm ফিচারযুক্ত ক্যামেরা। রেডমি ব্র্যান্ডের এই ফোনটির ক্যামেরা প্যানেল দ্বারা ফুল এইচডি (১০৮০পি) রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করা যাবে।

Redmi 9 Power স্মার্টফোনটিতে কলকম স্ন্যাপড্রাগণ ৬২২ চিপসেট, Octa core, up to 2.0 GHz প্রসেসর ও Adreno 610 জিপিইউ এর পাশাপাশি ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ রয়েছে।

Xiaomi Redmi 9 Power মোবাইল ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন

Display6.53 inches, Full HD+ 1080 x 2340 pixels
BatteryLithium-polymer 6000 mAh
Operating System (OS)Android 10 (MIUI 12)
RAM4 GB
ROM64 GB
ProcessorOcta core, up to 2.0 GHz
Purchase ReferenceXiaomi Redmi 9 Power
দামঃ Xiaomi Redmi 9 Power মোবাইল ফোনটির দাম মাত্র ১৫,৯৯৯ টাকা।

দর্শক রিভিউঃ ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী Xiaomi Redmi 9 Power মোবাইল ফোনটির দর্শক রিভিউ ৮২% পজেটিভ।

FAQs

১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল?

১৫ হাজার টাকার মধ্যে সব থেকে ভালো মোবাইল ফোন হল Realme C25Y স্মার্টফোনটি। এই স্মার্টফোনটির দাম মাত্র ১৪,৪৯৯ টাকা। ফোনটিতে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ রয়েছে।

সবথেকে কমদামে ভালো ক্যামেরা মোবাইল?

সবথেকে কমদামে ভালো ক্যামেরা ফিচারওয়ালা মোবাইল ফোন হল Tecno Spark 7 স্মার্টফোনটি। এই ফোনটিতে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ রয়েছে। এই মোবাইল ফোনটি ক্যামেরা প্যানেলে আছে Triple 48 Megapixel মেইন ক্যামেরা ও 8 Megapixel সেলফি ক্যামেরা।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

১০০০০ টাকার মোবাইল

১০০০০ টাকার মোবাইল ফোনগুলো

বর্তমানে ১০ হাজার টাকার মোবাইল ফোন গুলোর চাহিদা অনেক বেশি। তবে অনেক ক্ষেত্রে আমরা এই …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।