রবিবার , ডিসেম্বর 22 2024
bnen
Breaking News

সবচেয়ে ছোট বাটন মোবাইল ফোনগুলো দেখুন

বর্তমানে মোবাইল ফোনের যুগ। আমরা কমবেশি সকলেই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, কিন্তু এন্ড্রয়েড মোবাইলের পাশাপাশি বিভিন্ন সময় একটি বাটন মোবাইল ফোন প্রয়োজন হয়। সবচেয়ে ছোট বাটন মোবাইল ফোনগুলো সম্পর্কে এই লেখাটিতে জানাবো।

এন্ড্রয়েড মোবাইলের পাশাপাশি শুধুমাত্র কথা বলার জন্য অথবা সময় দেখার জন্য বাটন ফোন ব্যবহার করা হয়। অ্যান্ড্রয়েড ফোনগুলো সাধারণত সাইজে অনেক বড় হয় যার কারণে সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু আপনার কাছে যদি ছোট একটি বাটন ফোন থাকে তাহলে এটাকে বহন করা সহজ হয়।

চলুন বর্তমান সময়ে সবচেয়ে ছোট বাটন মোবাইল ফোনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক। এই লেখাটিতে আলোচিত মোবাইল ফোন গুলো বর্তমানে সবথেকে জনপ্রিয়।

সবচেয়ে ছোট বাটন মোবাইল ২০২৩

২০২৩ সালের সবচেয়ে ছোট কয়েকটি বাটন মোবাইল ফোন হলো Ulex UX-202, ZANCO Tiny t2 এবং Nokia 3310 মিনি মোবাইল।

এই মোবাইল ফোনগুলো অন্য সকল বাটন মোবাইল ফোনের তুলনায় অনেক ছোট। এছাড়াও ZANCO Tiny t2 মোবাইল ফোনটির কোম্পানি দাবি করে বর্তমান সময়ের সব থেকে ছোট বাটন মোবাইল ফোন এটি।

চলুন উপরে উল্লেখিত মোবাইল ফোনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যায়, মোবাইল ফোনগুলোর স্পেসিফিকেশন কি, কিভাবে ক্রয় করবেন, এই মোবাইল ফোনগুলো সম্পর্কে ব্যবহারকারীদের মতামত কি জানুন।

গুরুত্বপূর্ণ লেখাঃ ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল

১.Ulex UX-202

বর্তমানে নোকিয়া কোয়ালিটির Ulex UX-202 মোবাইল ফোনটি অনেক জনপ্রিয়। এই মোবাইল ফোনটির আকার মাত্র 74 * 23 * 12mm এবং ওজন ২০ গ্রাম। এই ফোনটির সাথে থাকবে ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি।

বর্ণনাঃ Ulex ব্রান্ডের এই মোবাইল ফোনটিতে ৬৫০ এমএএইচ পাওয়ারফুল রিমুভাল ব্যাটারি, ০.৬৬ ইঞ্চি ডিসপ্লে, এবং ২জি নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করা হয়েছে।

Ulex UX-202 ফোনটিতে সর্বোচ্চ ৩২ জিবি মেমোরি সাপোর্টেড। এই মোবাইল ফোনটিতে আপনারা ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন এবং এর বুলুটুথ পাওয়ার ৪.০, ফোনটির সাউন্ড কোয়ালিটি সম্পূর্ণ এইচডি।

Ulex UX-202 Specifications:

Display0.66 inch Display
SIMDual SIM
Battery TypeRemovable
Battery650mAh polymer battery
Network2G
Built In Memory64M + 32M
External MemoryUp to 32 GB
Bluetooth4.0 Bluetooth
SoundHD sound
Purchase ReferenceUlex UX-202
দামঃ Ulex UX-202 মোবাইল ফোনটির দাম মাত্র ১,২০০ টাকা।

দর্শক রিভিউঃ ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী Ulex UX-202 মোবাইল ফোনটির দর্শক রিভিউ ৬৭% পজেটিভ। মাত্র ১২০০ টাকা দামের মধ্যে সেরা একটি ছোট বাটন মোবাইল ফোন এটি।

২.ZANCO Tiny t2

জাংকো নামের যুক্তরাষ্ট্র ভিত্তিক এই মোবাইল কোম্পানিটি ZANCO Tiny t2 মডেলের একটি বাটন মোবাইল ফোন বাজারে লঞ্চ করেছে, সংশ্লিষ্ট কোম্পানির দাবি বর্তমান সময়ে পৃথিবীর সবথেকে ছোট বাটন মোবাইল ফোন এটি।

এই কোম্পানির দ্বিতীয় ক্ষুদ্রতম মোবাইল ফোন এটি, প্রথমে ২০১৭ সালের দিকে জাংকো ব্রান্ড ZANCO Tiny t1 মডেলের একটি মোবাইল ফোন বাজারে লঞ্চ করে, এবং সম্প্রতি এই ব্র্যান্ডটি ZANCO Tiny t2 মোবাইল ফোনটি বিশ্ববাজারে লঞ্চ করে।

এই মোবাইল ফোনটি বাংলাদেশ এভেলেবল পাওয়া যায় না। তবে বিভিন্ন অনলাইন শপ থেকে অর্ডার করে বাংলাদেশের হোম ডেলিভারি নিতে পারবেন। ইন্ডিয়ায় ZANCO Tiny t2 এই মোবাইল ফোনটি এভেলেবেল আছে।

বর্ণনাঃ ZANCO Tiny t2 মোবাইল ফোনটিতে ১.০ ইঞ্চি ডিসপ্লের পাশাপাশি ৫০০ এমএএইচ পাওয়ার ফুল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই মোবাইল ফোনটিতে Nano-SIM সাপোর্টেড।

বর্তমান সময়ের সবথেকে ছোট মোবাইল ফোন দাবি করা ZANCO Tiny t2 ফোনটিতে 3.0 Bluetooth সিস্টেম, সর্বোচ্চ ৩২ জিবি মেমোরি সাপোর্ট, ৫১২ মেগাবাইট র‍্যাম, ৫১২ মেগাবাইট স্টরেজ সহ আরো অনেক আকর্ষণীয় ফিচার রয়েছে।

ZANCO Tiny t2 Specifications:

Display1.0 inch Display
SIMNano-SIM
Battery Type
Battery500 mAh
RAM512 MB
ROM512 MB
External MemoryUp to 32 GB
Bluetooth3.0 Bluetooth
SoundHD sound
Purchase ReferenceZANCO Tiny t2
দামঃ ZANCO Tiny t2 মোবাইল ফোনটির দাম মাত্র ৮,৫০০ টাকা।

দর্শক রিভিউঃ ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী ZANCO Tiny t2 মোবাইল ফোনটির দর্শক রিভিউ ৮৮% পজেটিভ। তবে বাংলাদেশ থেকে এই মোবাইল ফোনটি ক্রয় করার জন্য আপনাকে গুনতে হবে প্রায় ১০ হাজার টাকা।

৩.Nokia 3310

একসময় মোবাইল ফোন ব্যবহারকারীদের সবথেকে পছন্দের ব্র্যান্ড ছিল নোকিয়া। বর্তমান সময়ে নোকিয়া ব্র্যান্ডের মোবাইল ফোন গুলো একটু পিছিয়ে আছে, কিন্তু নোকিয়া ব্র্যান্ডের Nokia 3310 মোবাইল ফোনটি জনপ্রিয়তার দিক থেকে একটুও পিছিয়ে নেই।

এই মোবাইল ফোনটিকে অন্যতম একটি ছোট বাটন মোবাইল ফোন বলে দাবি করা হয়। এই মোবাইল ফোনের সাইজ 67.8*27.8*12.4 মিলিমিটার। এই মোবাইল ফোনটির সাথে একটি ডাটা ক্যাবল এবং একটি ইউজার মেনু দেওয়া হবে।

বর্ণনাঃ নোকিয়া ব্র্যান্ডের Nokia 3310 মোবাইল ফোনটি 32+32bit সিপিইউ দ্বারা পরিচালিত, এই ফোনটিতে পলিমার লিথিয়াম ৩৫০ এমএএইচ ব্যাটারি এবং ০.৬৬ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

এই ফোনটিতে ডুয়েল সিম কার্ড সিস্টেম, MTK6261D ক্যাপাসিটি এবং ৩.০ ব্লুটুথ পাওয়ার, HD sound সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই মোবাইল ফোনটিতে সর্বোচ্চ ৩২ জিবি মেমোরি কার্ড সাপোর্টেড।

অল্প দামের মধ্যে সবচেয়ে ছোট কিপ্যাড/বাটন মোবাইল ফোন গুলোর মধ্যে Nokia 3310 অন্যতম। বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে যেকোন নোকিয়া শোরুমে এই মোবাইল ফোনটি পেয়ে যাবেন।

Nokia 3310 Specifications:

Display0.66 inch Display
SIMDual SIM cards
Battery TypeRemovable
BatteryPolymer lithium 350mAh battery
CPU32+32bit
CapacityMTK6261D
External MemoryUp to 32 GB
Bluetooth3.0 Bluetooth
SoundHD sound
Purchase ReferenceNokia 3310
দামঃ Nokia 3310 মোবাইল ফোনটির দাম মাত্র ১,৫০০ টাকা।

দর্শক রিভিউঃ ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী Nokia 3310 মোবাইল ফোনটির দর্শক রিভিউ ৭৫% পজেটিভ। এই মোবাইল ফোনটির আকর্ষণীয় ফিচারগুলোর জন্য ব্যবহারকারীদের মাঝে অনেক জনপ্রিয়তা পেয়েছে। সাধারণত এন্ড্রয়েড ফোনের পাশাপাশি নোকিয়া ব্র্যান্ডের এই মোবাইল ফোনটি ব্যবহার করা হয়।

২০০০ টাকার মধ্যে বাটন মোবাইল

২ হাজার টাকার মধ্যে সবথেকে ভালো বাটন মোবাইল হল Nokia 3310, এই মোবাইল ফোনটি আপনারা মাত্র ১৫০০ টাকায় ক্রয় করতে পারবেন। এই মোবাইল ফোনটিতে ৩৫০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি এর পাশাপাশি ডুয়েল সিম কার্ড সাপোর্টেড সিস্টেম রয়েছে।

১৫০০ টাকার অন্যান্য মোবাইল ফোন গুলোর থেকে নোকিয়া ব্র্যান্ডের Nokia 3310 মোবাইল ফোনটির গুণগত মান ভালো। বাংলাদেশ কিংবা ভারতের যেকোন নোকিয়া মোবাইল শপ থেকে Nokia 3310 মোবাইল ফোনটি ক্রয় করতে পারবেন।

FAQs

নোকিয়া বাটন মোবাইল প্রাইস ইন বাংলাদেশ?

নোকিয়া ৩৩১০ মডেলের বাটন মোবাইল ফোনটির দাম বাংলাদেশ ১৫০০ টাকা। Nokia 3310 এই মোবাইল ফোনটি নোকিয়া ব্র্যান্ডের ছোট একটি বাটন মোবাইল ফোন।

সেরা বাটন মোবাইল 2020?

2020 সালের সেরা বাটন মোবাইল ফোন হল ZANCO Tiny t2, Ulex UX-202 এগুলো। ZANCO Tiny t2 এই মোবাইল ফোনটির দাম বাংলাদেশে ৮৫০০ টাকা এবং Ulex UX-202 এই মোবাইল ফোনটির দাম বাংলাদেশে ১২০০ টাকা।

বাংলাদেশে সেরা বাটন মোবাইল?

বর্তমানে বাংলাদেশের সেরা বাটন মোবাইল ফোন হল নোকিয়া ১০৫ মডেল। Nokia 105 মোবাইল ফোনটির দাম ২,১০০ টাকা।

আপনার জন্য গুরুত্বপূর্ণ লেখাঃ

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

১০০০০ টাকার মোবাইল

১০০০০ টাকার মোবাইল ফোনগুলো

বর্তমানে ১০ হাজার টাকার মোবাইল ফোন গুলোর চাহিদা অনেক বেশি। তবে অনেক ক্ষেত্রে আমরা এই …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।