সিসি ক্যামেরা নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়। এটা একটি ছোট সার্কিট ক্যামেরা যার মাধ্যমে আপনারা নির্দিষ্ট স্থানের ভিডিও ক্যাপচার করতে পারবেন। এই লেখাটিতে ছোট সিসি ক্যামেরার দাম কত এবং কয়েকটি ছোট সিসি ক্যামেরা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
বিভিন্ন স্থানে নিরাপত্তার কাজে সিসি ক্যামেরা ব্যবহার করা হয়। যদি আপনারা দোকান কিংবা বাসা বাড়িতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসি ক্যামেরা ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই ছোট সিসি ক্যামেরা ক্রয়ের চেষ্টা করবেন।
ছোট সিসি ক্যামেরার দাম কত
ছোট সিসি ক্যামেরা গুলোর দাম ১৫০০ থেকে ২০০০ টাকার মধ্যে। ছোট সিসি ক্যামেরা গুলো হল V380, Wifi PTZ IP Camera ও X6 Mini Camera ইত্যাদি।
বর্তমান সময়ে এই ক্যামেরাগুলো অনেক জনপ্রিয়। ক্যামেরাগুলোর দাম ক্রেতাদের সাধ্যের মধ্যে এবং সাইজে অনেক ছোট হওয়ায় যে-কোন স্থানের নিরাপত্তা রক্ষায় ব্যবহার করতে পারবেন। আপনাদের সুবিধার্থে উক্ত ক্যামেরাগুলো ক্রয়ের রেফারেন্স দেওয়া হবে। এছাড়াও নিকটস্থ ইলেকট্রনিক্স নিরাপত্তা শপ থেকে ক্রয় করতে পারবেন।
১.X6 Mini Camera
বর্ণনাঃ এই ক্যামেরাটি দেখতে অনেক ছোট যার-ফলে যেকোন স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে X6 ছোট ক্যামেরাটি লুকিয়ে রাখতে পারে। এই ক্যামেরাটি থেকে ওয়াইফাই কানেকশনের মাধ্যমে সরাসরি আপনার ফোন থেকে ভিডিও দেখতে পারবেন। এই মিনি ক্যামেরাটিতে 128GB মেমোরি কার্ড সাপোর্টেড।
দর্শক রিভিউঃ ছোট ক্যামেরার মধ্যে সবথেকে বেশি রিভিউ পাওয়া ক্যামেরা এটি। বিভিন্ন অনলাইন শপগুলোতে X6 ক্যামেরার দর্শক রিভিউর সংখ্যা ৮৮% পজিটিভ।
উপকারিতাঃ বাসা কিংবা দোকানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য X6 Mini Camera ব্যবহার করতে পারেন। ওয়াইফাই সুবিধা থাকায় যেকোনো জায়গায় বসে এই ক্যামেরাটি থেকে আপনার বাসা কিংবা দোকান সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন।
X6 Mini Camera Full Specifications:
Battery | 300mah |
Working time | About 1 hour |
Video format | AVI |
Resolution | 1920 x 1080 |
Charging voltage | DC-5V |
TF card | 128GB |
Wireless | WiFi 1080P camera |
System support | Android,ios |
Seller Contact | X6 Mini Camera |
দামঃ X6 Mini Camera এর দাম মাত্র ২,৩০০ টাকা।
২.V380 Cable Mini IP Camera
বর্ণনাঃ V380 একটি মিনি কেবল ক্যামেরা। এই ক্যামেরাটি দেখতে মোবাইলের চার্জার ক্যাবল এর মত। চার্জার এডাপ্টার এর সাথে লাগিয়ে আপনার নির্ধারিত স্থানের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন। এই ক্যামেরাটি wi-fi প্রোটোবেল আইপি ক্যামেরা।
দর্শক রিভিউঃ V380 Cable Mini IP Camera এই দর্শক রিভিউ ৭০% পজেটিভ। এই ক্যামেরাটি দর্শক জনপ্রিয়তা পাওয়ার কারণ হলো খুব সহজে চার্জার এর এডাপ্টার অথবা ল্যাপটপ বা পিসির সাথে লাগিয়ে ব্যবহার করতে পারবেন।
উপকারিতাঃ এই ক্যামেরাটি ব্যবহার করে আপনার বাসাবাড়ি রুমের কিংবা অফিস, দোকানের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন। V380 Cable Mini IP Camera সরাসরি কম্পিউটার USB ক্যাবলের সাথে লাগিয়ে স্টুডিওর সুরক্ষা নিশ্চিত করা যাবে।
V380 Cable Mini IP Camera Full Specifications:
FPS | 25 fps |
Consumption | 240MA / 3.7V |
Video format | AVI |
Resolution | 1080P |
Works with | USB mini cable |
TF card | 128GB |
Wireless | WiFi camera |
Player software | VLC Player / SM Player |
Seller Contact | V380 Cable Mini IP Camera |
দামঃ V380 Cable Mini IP Camera এর দাম মাত্র ১,৮০০ টাকা।
৩.Wifi PTZ IP Camera
বর্ণনাঃ এই ক্যামেরাটির সাথে আমরা কোনো না কোনোভাবে পরিচিত আছি। ক্যামেরাটি দেখতে অনেকটা LED লাইটের মত। Wifi PTZ IP ক্যামেরাটি E27 Bulb Surveillance ক্যামেরা। YIIOT অ্যাপসের সাহায্যে যেকোনো স্থানে বসে সরাসরি ক্যামেরার ভিডিও দেখতে পারবেন।
দর্শক রিভিউঃ Wifi PTZ IP E27 Bulb Surveillance ক্যামেরাটি নিয়ে ব্যবহারকারীদের মতামত ৯৫% পজেটিভ। এই ক্যামেরাটি সরাসরি বৈদ্যুতিকভাবে পরিচালিত হয়। ক্যামেরাটি E27 বাল্ব হোল্ডারে লাগিয়ে ব্যবহার করতে পারবেন।
উপকারিতাঃ আপনার বাসা কিংবা কর্মস্থলের সুরক্ষায় Wifi PTZ IP ক্যামেরাটি ব্যবহার করতে পারেন। বৈদ্যুতিক E27 বাল্ব হোল্ডারে লাগিয়ে ব্যবহারের সুবিধা থাকায় যেকোনো স্থানে এই ক্যামেরাটি ব্যবহার করতে পারবেন।
Wifi PTZ IP Camera Full Specifications:
Night mode | Yes |
Video Compression Format | H.264 |
Sensor | CMOS |
Megapixels | 2 MP |
Viewing Angle | 355°(Level)/90°(Vertical) |
Works with | E27 Bulb Surveillance |
TF card | 128G |
Wireless | Wi-Fi/802.11/b/g |
App name | YIIOT |
Supported | Android,ios |
Seller Contact | Wifi PTZ IP Camera |
দামঃ Wifi PTZ IP Camera এর দাম মাত্র ২,২০০ টাকা।
FAQs
সবচেয়ে ছোট সিসি ক্যামেরা হল X6 Mini ক্যামেরাটি। X6 Mini Camera এর দাম মাত্র ২৩০০ টাকা।
গোপন ক্যামেরা ছোট সিসি ক্যামেরার দাম ২০০০ টাকা থেকে ৪০০০ টাকার মধ্যে। বিভিন্ন ব্রান্ড ও Camera কোয়ালিটি ভিন্নতায় দাম কম বেশি হতে পারে।
গোপন ক্যামেরাগুলো Daraz, Amazon, BdStall, Alibaba, Flipkart এই সকল অনলাইন Shop গুলোতে পাবেন। অথবা মার্কেটে বিভিন্ন ক্যামেরা Shop অথবা ইলেকট্রনিক্স দোকানে পাবেন।
সম্পর্কিত আরো পোস্টঃ